ইতিহাস বিকৃত করে রাজনৈতিক ফায়দার চেষ্টা করছে বিজেপি: পার্থ চট্টোপাধ্যায়

রাজেন রায়, কলকাতা, ৭ নভেম্বর: ‘নিজের মত করে
ইতিহাস বিকৃত করে রাজনৈতিক ফায়দার চেষ্টা করছে বিজেপি। কিন্তু তাতে লাভ হবে না। কেন্দ্রের লাঞ্ছনা ও উপেক্ষার পরও বাংলাকে এক রাখার লড়াই চালিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।’
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফরের পর এবার গর্জে উঠলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে রাজনৈতিক জমি শক্ত করতে চাইছে বিজেপি। কিন্তু পালটা বিজেপি কর্মীদের তৃণমূলে যোগদান করিয়ে হুমকি দিলেন পার্থ চট্টোপাধ্যায়ও। শনিবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক ডেকে আনুষ্ঠানিক যোগদান পর্বের পর অমিত শাহকে নিশানা করে পার্থ বলেন, ‘বাংলার বিরুদ্ধে অপপ্রচার চলছে। ২০০ আসনের গল্প করে বাংলার মাটি পাওয়া যাবে না। এখানে মাটি পেতে হলে বাংলার সাধারণ মানুষের সঙ্গে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করছেন, সেভাবে লড়াই করতে হবে।’ পাশাপাশি তৃণমূল মহাসচিব এর আরও অভিযোগ, ‘আমফান, করোনা, ও জিএসটি থেকে অর্থনৈতিক অবরোধ তৈরি করেছে। প্রতিক্ষেত্রে আমাদের পাওনা টাকা আটকে দিচ্ছে বিজেপি। বাংলার মানুষ তার বিরুদ্ধে গর্জে উঠেছে। যারা এতদিন বিরোধী ছিলেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে এবার লড়াই করতে চাইছেন।’

শনিবার বাদুড়িয়ার কংগ্রেস বিধায়ক আব্দুর রহিম গাজী তৃণমূল ভবনে এসে যোগ দিলেন ঘাসফুল শিবিরে। এদিন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় তাঁর হাতে দলীয় পতাকা তুলে দিয়ে ফের একবার নিশানা করলেন অমিত শাহ কে। এদিন কংগ্রেস বিধায়ক এর পাশাপাশি বিজেপি মহিলা মোর্চার সহ সভানেত্রী মৌমিতা বসু চক্রবর্তী সহ আরও কয়েকজন যোগদান করেন তৃণমূলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *