নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৩০ নভেম্বর:
খোদ মুখ্যমন্ত্রীর কালিঘাটের বাড়ির সামনে ধর্ষিতা হলেন দুই কিশোরী। তবে এই নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর কোনও বক্তব্য নেই বলে জানান রাজ্য বিজেপির মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা শশী অগ্নিহোত্রী। রাজ্য প্রশাসনের এমন ব্যর্থতার জন্য শুক্রবার কালিঘাট থানার সামনে বিক্ষোভ দেখান মহিলা মোর্চার কর্মীরা। দোষীদের শাস্তির দাবিতে এদিন কলকাতায় পথে নামেন মহিলা মোর্চার সদস্যরা।
সংগঠনের সাধারণ সম্পাদিকা শশী অগ্নিহোত্রী বলেন, অন্য রাজ্যে ধর্ষণ হলে সবার আগে মুখ খোলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। অথচ নিজের রাজ্যের ঘটনা নিয়ে তিনি নিশ্চুপ। সঙ্গে তার দলের নেতারাও মুখে তালা দিয়েছেন। তৃণমূলের এমন নগ্ন রাজনীতি মানুষের কাছে তুলে ধরতেই মহিলা মোর্চা এদিন কালিঘাট থানা ঘেরাও করে। দোষিদের শাস্তির দাবি করে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে সংগঠন নামবে বলে জানান শশী অগ্নিহোত্রী। যদিও ধর্ষণের কথা সামনে আসতে নড়েচড়ে বসে লালবাজার। কিশোরী ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করেছে কালিঘাট থানা। ঘটনায় একজন নাবালককেও গ্রেফতার করা হয়েছে। ঘটনায় আর কোনও অভিযুক্ত আছেন কিনা তদন্তে
তাও দেখছে পুলিশ।