নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২ ডিসেম্বর:
হারের কারণ জানতে আরও বেশি তৎপড় হল রাজ্য বিজেপি। উপনির্বাচের তিনটি আসনেই হারের ময়নাতদন্ত করতে প্রতিনিধি পাঠাচ্ছেন দিলীপ ঘোষ, সুব্রত চ্যাটার্জিরা। দলীয় সূত্রের খবর, রাজ্য বিজেপির তিন সাধারণ সম্পাদককে তিনটি বিধানসভা এলাকায় পাঠানো হবে। একেবারে মাটির কাছাকাছি পৌছে হারের ময়নাতদন্ত করতে বলা হয়েছে। দলের সাধারণ সম্পাদক সায়ন্তন বসু, রাজু ব্যানার্জি ও সঞ্জয় সিংকে হারের ময়নাতদন্ত করতে পাঠাচ্ছে রাজ্য বিজেপি।
উপনির্বাচনে হেরে রাজ্য রাজনীতিতে অনেকটাই ব্যাকফুটে পদ্ম শিবির। সামনে পুরোভোট। তার আগে উপনির্বাচনে হারের কারণ সঠিকভাবে জানা ভীষণ প্রয়োজন হয়ে পড়েছে মুরলিধর সেন লেনের। গেরুয়া শিবিরের ম্যানেজাররা বুঝতে চাইছেন দুটি আসনে বড় ব্যাবধানের হারের কারণ কি। প্রার্থী নিয়ে সমস্যা, না দলীয় কোন্দল, না দলের রণকৌশলে কোনও ঘাটতি ছিল। সবটাই ভালো করে বুঝতে চাইছেন রাজ্য বিজেপির নেতারা।
দলের তিন গুরুত্বপূর্ণ সদস্যকেই হারের ময়ন্তদন্তের রিপোর্ট করতে বলা হয়েছে। সেই রিপোর্ট সায়ন্তন বসু, রাজু ব্যানার্জিরা জমা করলে তা দেখবেন বিজেপির ভোট ম্যানেজাররা। রিপোর্ট দেখার পরেই আগামী দিনে চলার রণকৌশল সাজাবেন দিলীপ ঘোষ, সুব্রত চ্যাটার্জিরা।