আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৮ নভেম্বর: কালিয়াগঞ্জ বিধানসভা উপ নির্বাচনে গননা কেন্দ্র করা হয়েছে রায়গঞ্জ পলিটেকনিক কলেজে। ২ টা ঘরে ২০ টি টেবিলে গননা করা হবে। ১০ রাউন্ডে গননা করা হবে।ইতিমধ্যে প্রথম রাউন্ডের গননা শুরু হয়ে গিয়েছে। প্রথম রাউন্ডেই প্রায় ১৬০০ ভোটে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী কমল সরকার। গননা কেন্দ্রের বাইরে ইতিমধ্যেই সমস্ত রাজনৈতিক দলের নেতা কর্মীরা ভির করতে শুরু করেছে। কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য গননা কেন্দ্রে রাখা হয়েছে রাজ্য পুলিশ ছাড়াও রয়েছে ১ কম্পানি কেন্দ্রীয় বাহিনী।