নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ৩০ অক্টোবর:
রাজ্যের বেকার যুবকদের মন পেতে বাংলায় শিল্প সম্মেলনের আয়োজন করছে বিজেপি। শুক্রবার সল্টলেকে শিল্প সম্মেলন করার কথা জানালেন বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত। ডিসেম্বর বা জানুয়ারি মাসে রাজ্যে বিজেপির পক্ষ থেকে করা হচ্ছে শিল্প সম্মেলন।
প্রসঙ্গত, বিভিন্ন রাজ্যের রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার শিল্প সম্মেলনের আয়োজন করে এসেছে। কিন্তু এবার ব্যতিক্রমী সিদ্ধান্ত নিল রাজ্য বিজেপি। করোনা আবহের জন্য রাজ্য সরকার ইতিমধ্যে তাদের শিল্প সম্মেলন পিছিয়ে দিয়েছে। তবে বিজেপি শিল্প সম্মেলন ভার্চুয়াল না সশরীরে করবে তা করোনা পরিস্থিতি দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বপন দাশগুপ্ত। রাজ্য বিজেপির এই শিল্প সম্মেলনে দেশ-বিদেশের শিল্পপতিরা উপস্থিত থাকবেন। রাজ্যের শিক্ষিত বেকার যুবকরা এই সম্মেলনে উপস্থিত থাকতে পারবেন।
বছর ঘুরলেই বিধানসভা ভোট। হিন্দুত্বের ওপর ভর দিয়েই ২০১৯ সালের লোকসভা ভোটের বৈতরণী পার করেছে রাজ্য বিজেপি। শুধুমাত্র হিন্দুদের উপর ভরসা করে রাজ্যের যুবকদের মন পাওয়া যাবেনা তা ভালোই বুঝতে পারছেন রাজ্য বিজেপি নেতারা। বেকার যুবকদের কাছে চাকরির বার্তা দিতেই এমন শিল্প সম্মেলনের আয়োজন করল রাজ্য বিজেপি।
রাজনৈতিক মহল মনে করছেন এমন শিল্প সম্মেলনের আয়োজনের পিছনে মোদী অমিত শাহ জুটির মাথা কাজ করেছে। তাদের হস্তক্ষেপেই রাজ্য বিজেপির শিল্প সম্মেলনে দেশ-বিদেশের তাবড় তাবড় শিল্পপতিরা উপস্থিত থাকবেন। উল্লেখ্য, রাজ্য বিজেপি সহ বিরোধীরা রাজ্যের আয়োজিত শিল্প সম্মেলন নিয়ে প্রতিবার প্রশ্ন তোলে। প্রশ্ন তোলা হয় শিল্প সম্মেলনে কত বিনিয়োগ হয়েছে তা নিয়েও। শিল্প সম্মেলন করে রাজ্য বিজেপি বেকার যুবকদের কাছে বার্তা দিতে চায় বিজেপি রাজ্যের মসনদে বসলে বিনিয়োগের কোন অভাব হবে না।