নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২১ আগস্ট: গণেশ পূজো নিয়েও এবার হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে বিজেপি। সল্টলেকের সিএফ ব্লকের গণেশ পুজোর অন্যতম উদ্যোক্তা রাজ্য বিজেপির সম্পাদক সব্যসাচী দত্ত। তাঁর অভিযোগ, সেই পুজোর অনুমতি দিচ্ছে না বিধাননগর পুলিশ কমিশনারেট। পুজোর জন্য বিদ্যুৎ, দমকল সব কিছুর অনুমতি নেওয়া হয়েছে। তার প্রতিলিপি থানায় জমা দেওয়া হয়েছে। তারপরেও পুজোর অনুমতি পাওয়া যায়নি বলে অভিযোগ করেন বিধাননগরের প্রাক্তন মেয়র। তাই বাধ্য হয়েই পুজোর অনুমতির জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে হচ্ছে বলে জানিয়েছেন রাজাহাটের বিধায়ক।
শুধু সল্টলেক নয়, কলকাতার একটি পুজো নিয়েও হাইকোর্টে যাবার কথা ভাবছে বিজেপি। দক্ষিণ কলকাতার প্রিন্স আনোয়ার শাহ রোডের পাশে গতবার গণেশ পুজো নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল দক্ষিণ কলকাতা বিজেপি। এবারও করোনা আবহে পুজো নমনম করে করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তাতে বাধা দিলেই ফের হাইকোর্টে যাবার চিন্তাভাবনা রয়েছে বিজেপির।

