গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ২৫ জানুয়ারি: বিজেপি এখন ফেক হয়ে গেছে হুগলি জেলার প্রত্যেকটা সিট তৃণমূলকে দিন, হুগলি জেলার মানুষের কাছে আবেদন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির।
এদিন হুগলির পুড়শুড়ায় প্রকাশ্য জনসভায় এসে এমন কথাই বললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পাশাপাশি তিনি বলেন, বাংলায় বিজেপিকে একটিও ভোট নয় কংগ্রেস ও সিপিএমকে দয়া করে একটিও ভোট দেবেন না। বিজেপি টাকা পয়সা নিয়ে আসলে তাদের থেকে টাকা পয়সা নিয়ে নিন, কিন্তু ভোট দেবেন অন্য জায়গায়। ভোট বাক্সে ভোট উল্টে দিন।
মমতা ব্যানার্জি বলেন, ওরা টাকা ফিয়ে ভোট কিনতে চাইছে। সাধারণ মানুষের উদ্দেশ্যে তাঁর প্রশ্ন, ওরা টাকা পয়সা দিয়ে আপনাদের ছেলেমেয়েদের কিনতে চাইলে আপনারা দেবেন? পাশাপাশি এই জনসভায় সাধারণ মানুষকে তিনি বলেন, একবার ভোট দিয়ে আপনারা দেখেছেন তারা কিভাবে আগুন জ্বালাচ্ছে রাজ্যজুড়ে।
পাশাপাশি মুখ্যমন্ত্রী বিজেপিকে কটাক্ষ করে বলেন, নিউজ চ্যানেলের রিপোর্টারদের তারা ভয় দেখাচ্ছে যে, বিজেপি জিতছে বিজেপি জিতছে বলতে হবে। এর আগে তারা একটা সিট ছিনিয়ে নিয়েগেছিল, এবার হুগলির প্রত্যেকটা সিট আমাদের দিতে হবে এটা আমার আবেদন রইল। বিজেপি ফেক ভিডিও তৈরি করে, ফেক নিউজ তৈরি করে, ফেক হোয়াটসঅ্যাপ তৈরি করে কোটি কোটি টাকা খরচ করে মিথ্যে বার্তা রটায়, মিথ্যে কথা বলে। বিজেপি বহিরাগত দল, তাদের আমরা বাংলায় ঢুকতে দেবো না।