আমাদের ভারত, হালিশহর, ১০ জুলাই: বিজেপি ব্যক্তি ভিত্তিক নয় নীতি ভিত্তিক দল, প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে নিয়ে কৌশলী উত্তর দিলেন বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। আজ হালিশহরের নিগামানন্দ আশ্রমে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই কতাই বলেন তিনি।
রাজ্য বিজেপির সভাপতির পদ থেকে সুকান্ত মজুমদারকে অব্যাহতি দিয়ে রাজ্য বিজেপির নতুন সভাপতি হিসাবে শমিক ভট্টাচার্যর হাতে দলের দায়িত্ব তুলে দিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তবে তার অনেক আগে থেকেই প্রাক্তন রাজ্য সভাপতি তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষের সঙ্গে দূরত্ব বেড়েছিল বিজেপির। যদিও নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে শুভেচ্ছা জানাতে দলীয় কার্যালয়ে পৌঁছেছিলেন দিলীপ ঘোষ। তারপরেই প্রাক্তন সাংসদকে দিল্লিতে তলব করে কেন্দ্রীয় নেতৃত্ব। প্রাক্তন রাজ্য সভাপতি যে বেসুরো গাইছিলেন তা বুঝতে পারছিলেন কেন্দ্রের নেতারাও। তাকে ঘিরে নানান জল্পনার মধ্যেই এবার দিলীপ ঘোষকে নিয়ে কৌশলী মন্তব্যই করলেন কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
আজ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে হালিশহরের নিগামানন্দ আশ্রমে পৌঁছেছিলেন তিনি। সেখানেই তিনি বলেন, বিজেপি দল নীতিভিত্তিক, ব্যক্তি ভিত্তিক নয়। যে সভাপতি হয় আমরা তার নেতৃত্বেই চলি। দিলীপ দা আমাদের দলের প্রাক্তন কেন্দ্রীয় সহ সভাপতি ছিলেন, তাই ওনার বিষয়ে যা বলার দলের উত্তর নেতৃত্বই বলবে। অন্যদিকে পুলিশের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।