জয় লাহা, দুর্গাপুর, ১৪ জুন: ‘বিজেপি (pro -people) পার্টি বা জনগণের দল। তৃণমূলের মদতে বৃহস্পতি বার ১৩ ঘন্টা, শুক্রবার সারদিন এনএইচ-৪ বন্ধ করা পার্টি নয়। হিন্দুদের দোকান ঘর জ্বালানো পার্টি নয়।’ মঙ্গলবার দুর্গাপুরের প্রান্তিকা পাঁচমাথা মোড়ের জনসভা থেকে এমনই তোপ দাগলেন বিধানসভার বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। গত তিনদিন ভ্যাপসা গরমের পর স্বস্তির বৃষ্টিতে মাঝপথেই বিজেপির আট বছর পূর্তির জনসভা কার্যত শেষ করতে হল।

প্রসঙ্গত, সামনেই ২০২৪ লোকসভা ভোট। তার আগে পশ্চিমবঙ্গে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন ও দুর্গাপুর পুরসভা নির্বাচন। একের পর এক নির্বাচনকে পাখির চোখ করে রণতরী সাজিয়েছে গেরুয়া শিবির। কেন্দ্রে বিজেপির আট বছরের সরকারের বর্ষপূর্তি পালন করছে বিজেপি। কেন্দ্রের নানান জনমুখী যোজনা ও প্রকল্পের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে একগুচ্ছ কর্মসূচি নিয়েছে। রাজ্যের প্রতিটি জেলায়, ব্লকে জোরকদমে চলছে তারই প্রচার অভিযান। তারমধ্যে নুপুর শর্মার বিতর্কিত মন্ত্যব্যে উত্তাল গোটা দেশ। সারা দেশের সঙ্গে এরাজ্যেও আন্দোলনের আঁচ পড়ছে। প্রতিবাদ আন্দোলনের পাশাপাশি গত কয়েকদিন ধরে কলকাতা লাগোয়া কয়েকটি জেলায় হিংসার ঘটনায় অগ্নিগর্ভ পরিস্থিতি। ইতিমধ্যে রাজ্য পুলিশ হিংসা দমনে সক্রিয়। মঙ্গলবার বিকালে দুর্গাপুর কেন্দ্রে সরকারের আট বছর বর্ষপূর্তি উপলক্ষ্যে জনসভা ছিল। এদিন শহরের বিভিন্নপ্রান্ত থেকে বিজেপির বাইক র্যালি হয়। জনসভা শুরু হতেই শিল্পশহরের আকাশে কালো মেঘ ওঠে। শুরু হয় ঝড়। ততক্ষণে মঞ্চে হাজির হয়েছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল। পরিস্থিতি বেগতিক বুঝে সম্বর্ধনার পরই বক্তব্য শুরু করেন শুভেন্দু অধিকারী। স্বল্প বক্তব্যে ছিল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে আক্রমনের সুর।
এদিন তিনি দলীয় কর্মী, সমর্থকদের উদ্দেশ্যে বলেন, “আগামী একবছর কেন্দ্রে বিজেপির আট বছরের সুশাসন কর্মসূচি পালন করা হবে। বৃষ্টিকে স্বাগত। আমরা ভিজব, তবু আপনাদের ভেজাতে চাই না।” সাম্প্রতিক হিংসার ঘটনাকে টেনে তৃণমূলকে আক্রমন করে তিনি বলেন, “বিজেপি প্রোপিপল পার্টি বা জনগণের দল। তৃণমূলের মদতে হিন্দুদের দোকান ঘর জ্বালিয়ে দেওয়া পার্টি নয়। গত বৃহস্পতিবার ১৩ ঘন্টা, শুক্রবার সারাদিন এনএইচ-৪ বন্ধ করা পার্টি নয়।” স্বল্প বক্তব্যের পরই তিনি কর্মীদের উজ্জিবীত করতে শ্লোগান শুরু করেন। তারপরই শুরু হয় বৃষ্টি। আর বৃষ্টি হতেই কার্যত মাঝপথে সভা শেষ করতে হয়।

