আশিস মণ্ডল, রামপুরহাট, ৭ সেপ্টেম্বর: “বিজেপি ভালো দল। বিজেপি করুন আমার কোনো অসুবিধা নেই। তবে আরএসএস হিন্দুবাদী, মৌলবাদী সংগঠন। তারা হিন্দুদের উস্কে মুসলিমদের তাড়ানোর বার্তা দেয়। এদের থেকে সাবধান”। বৃহস্পতিবার নলহাটিতে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন তৃণমূলের বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়েজুল হক ওরফে কাজল।
এদিন দুপুরে নলহাটি ২ নম্বর ব্লকের কয়থাতে সম্বর্ধনা সভায় উপস্থিত হন ফায়েজুল হক। সেখান দুয়ারে সরকার ক্যাম্প তিনি ঘুরে দেখেন। এরপর বিকেলে নলহাটি ১ নম্বর ব্লকের সম্বর্ধনা সভায় হাজির হন। সেখানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, “যদি মমতা বন্দ্যোপাধায় না থাকত তাহলে এনআরসি, সিএএ বন্ধ হতো না। ওই দুই আইন চালু হলে শুধু মুসলিমদের নয়, তফসিলি জাতি- উপজাতিদেরও অসমের মতো অন্ধকার কারাগারে বন্দি করে রাখত এই বিজেপি সরকার”। এরপরেই তিনি বলেন, “যারা এখনও ভুল পথে পরিচালিত হচ্ছেন তাদের বলি বিজেপি ভালো দল। বিজেপি করুন আমার অসুবিধা নেই। কিন্তু আরএসএস? ওই সংগঠন হিন্দুবাদী, মৌলবাদী দল। তারা হিন্দুদের বার্তা দিচ্ছে যে মুসলিমদের ভারত থেকে তাড়াতে হবে”।

বিরোধী জোটকে কটাক্ষ করে বলেন, “এখানে বাম কংগ্রেসের জোট করা হয়েছে বিজেপির সুবিধা করার জন্য। বিজেপি যে কটা পঞ্চায়েত দখল করেছে সেটা জোটের জন্য। তাই এখানে ইসলাম ধর্মে বিশ্বাসী ভাই যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো জোটের নামে
ধোকাবাজি দিয়ে বিজেপি সরকার আপনাদের ভুল পথে পরিচালিত করছে”।
নলহাটির সভা থেকে নেতৃত্বকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “ব্লকের অভিভাবক এবং কর্মীদের চলার পথে ভুল থাকতেই পারে। তবে একবার নয়, পাঁচবার সতর্ক করা হবে। এরপরও যদি না শোধরায় তাহলে যেখানে বলার বলব। চেয়ার থাকবে কিনা সময়ই কথা বলবে”।

