শ্রীচৈতন্য’কে অপমান করেছে বিজেপি, নবদ্বীপবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত জেপি নাড্ডার: কুনাল ঘোষ

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ৮ ফেব্রুয়ারি:
বিজেপির পরিবর্তন যাত্রাকে লরি যাত্রা বলে কটাক্ষ করলেন তৃণমূল মুখপত্র কুনাল ঘোষ। তার অভিযোগ, জেপি নাড্ডার জনসভায় শ্রীচৈতন্য মহাপ্রভুর সর্বধর্ম সমন্বয়ের কথা না বলে শ্রীচৈতন্য মহাপ্রভুর মতোএকজন মহাপুরুষকে অপমানিত করে নবদ্বীপ শহরের বাসিন্দাদের ভাবাবেগকে আঘাত করা হয়েছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা যেখানেই থাকুন অবিলম্বে তাঁকে নবদ্বীপবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত।

রবিবার সরকার পাড়ার নিশান ক্লাবের মাঠে তৃণমূলের জনসভা শেষে পৌর ভবনে সাংবাদিক বৈঠকে এভাবেই জেপি নাড্ডার সমালোচনা করেন তৃণমূল কংগ্রেসের মুখপত্র কুনাল ঘোষ। তিনি কার্যত পরিবর্তন যাত্রাকে কটাক্ষ করে বলেন, ওটা আসলে লরি যাত্রা বা যাত্রা পালা। বিধানসভা নির্বাচনকে ঘিরে এই মুহূর্তে শাসক ও বিরোধীদের সভা এবং পাল্টা সভায় সরগরম রাজ্য, রাজনীতি ব্যতিক্রম নয় নদীয়ার নবদ্বীপও।

জেপি নাড্ডার সভার পর রবিবার বিকেলে সরকার পাড়া নিশান ক্লাবের মাঠে এক জনসভার আয়জন করে নবদ্বীপ শহর তৃণমূল কংগ্রেস। ২৪ ঘন্টা আগে শনিবার নবদ্বীপের চটির মাঠে বিজেপি জনসভা করে। সেখানে রাজ্য নেতৃত্বের পাশাপাশি প্রধান বক্তা হিসেবে হাজির ছিলেন দলের সর্ব ভারতীয় বিজেপি সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। জনসভার পাশাপাশি পরিবর্তন যাত্রার সূচনা করেন জে পি নাড্ডা। সেই রেশ কাটতে না কাটতেই রবিবার বিকেলে সরকার পাড়া নিশান ক্লাবের ময়দানে এক জনসভার আয়োজন করে নবদ্বীপ শহর তৃণমূল কংগ্রেস।

রবিবারের সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় মুখপত্র কুনাল ঘোষ। এছাড়াও ছিলেন, বঙ্গ জননী বাহিনীর নেত্রী তথা সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, বর্ষীয়ান তৃণমূল নেতা ও সাংসদ সৌগত রায়, বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা, পৌর প্রশাসক বিমান কৃষ্ণ সাহা,শহর যুব তৃণমূলের সভাপতি সুজিত সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তব্যে সাংসদ তথা বঙ্গ জননী বাহিনীর নেত্রী কাকলি ঘোষদস্তিদার বলেন, বিজেপি যতই লাফাক রাজ্যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় থাকবে তৃণমূল। এব্যাপারে কোনও দ্বিমত নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *