সাথী দাস, পুরুলিয়া, ২৫ ফেব্রুয়ারি: দেশি মদ বিক্রির অভিযোগে গ্রেফতার আদিবাসী যুবক শিকারী মুড়ার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এবার আন্দোলনে নামলো বিজেপি। শনিবার দুপুর ২ টো নাগাদ চড়িদা গ্রামের গম্ভীর সিং মুড়ার মূর্তির সামনে বিজেপির পক্ষ থেকে একটি ধর্না মঞ্চের আয়োজন করা হয়। এদিনের আয়োজিত ধর্না মঞ্চে উপস্থিত ছিলেন পুরুলিয়ার সাংসদ তথা রাজ্যর সাধারণ সম্পদক জ্যোতির্ময় সিং মাহাতো, ঝাড়গ্রামের সাংসদ কুনার হেমব্রম সহ বিজেপি নেতা কর্মীরা।

একই ভাবে ধর্ণার সঙ্গে নিহত পরিবারের সঙ্গে দেখা করলনে ঝাড়গ্রাম এর সাংসদ তথা আদিবাসী নেতা কুনার হেমব্রম। ইতি মধ্যে শিকারী মুড়ার বিরুদ্ধে মিথ্যা মামলা ও তাঁর মৃত্যুর সঠিক তদন্তের জন্য সাংসদ মারফত কেন্দ্রীয় তপশালী জাতির চেয়ারম্যনকে চিঠি দিয়ে অভিযোগ জানান পরিবারের সদস্যরা।
প্রসঙ্গত উল্লেখ্য, বাগমুন্ডি থানার অন্তর্গত রবিডী গ্রামের বাসিন্দা শিকারি মুড়াকে গ্রেফতার করে ঝালদা আবগারি দদপ্তর। পরে, হাসপাতালে তার মৃত্যু হয়। আবাগারী দপ্তরের আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগে সরব হয়ে প্রতিবাদ আন্দোলনে সামিল হয় মৃতের পরিবার। এরপরই ফেসবুক ওয়ালে শেয়ার করে প্রতিবাদ জোরদার করে সিবিআই তদন্তের দাবি জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

একদিকে যেমন বিজেপির তরফে ধর্ণা মধ্য দিয়ে আন্দোলন জোরদার করলেন তেমনই কংগ্রেসও এবার আন্দোলেনে নামার হুমকি দেন। এদিন প্রেস বার্তায় এই কথা জানান জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো।

