BJP, Midnapur, সেবা পক্ষকাল উপলক্ষে মেদিনীপুরে বসে আঁকো প্রতিযোগিতা ও নানান সামাজিক উদ্যোগ বিজেপির

পার্থ খাঁড়া, আমাদের ভারত, মেদিনীপুর, ২৭ সেপ্টেম্বর: ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পক্ষ থেকে সারা দেশে উদযাপিত ‘সেবা পক্ষকাল’-এর অঙ্গ হিসেবে মেদিনীপুর সাংগঠনিক জেলা একগুচ্ছ জনমুখী ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করে। এই কর্মসূচিগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল একটি বসে আঁকো প্রতিযোগিতা, যেখানে ছোটো ছোটো শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সকলের মন জয় করে।

মেদিনীপুর শহর মণ্ডল ২-এর সহযোগিতায় আয়োজিত এই বসে আঁকো প্রতিযোগিতায় প্রায় ২৫০ জনের বেশি কচিকাঁচা অংশগ্রহণ করে। তারা বিভিন্ন সামাজিক ও দেশাত্মবোধক বিষয়কে কেন্দ্র করে তাদের সৃজনশীলতাকে রঙ-তুলির মাধ্যমে তুলে ধরে। শিশুদের এই অংশগ্রহণ শুধু তাদের প্রতিভার বিকাশে সহায়ক নয়, বরং সমাজের প্রতি সচেতনতা তৈরিতেও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

প্রতিযোগিতা ছাড়াও, সেবা পক্ষকাল উপলক্ষে বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলা বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মসূচি গ্রহণ করে। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল— স্থানীয় পরিচ্ছন্নতা অভিযান, স্বাস্থ্য সচেতনতা শিবির, বৃক্ষরোপণ, রক্তদান এবং গরিব ও অসহায় মানুষদের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ।

এইসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিজেপির শীর্ষ নেতৃত্ব ও কার্যকর্তারা। উপস্থিত ছিলেন শহর ও মন্ডল স্তরের বহু বিজেপির সমর্থক ও শুভানুধ্যায়ী।

জেলা নেতৃত্ব জানান, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে কেন্দ্র করে উদযাপিত সেবা পক্ষকাল শুধুমাত্র এক সপ্তাহ বা পক্ষকালব্যাপী অনুষ্ঠান নয়, বরং এটি একটি সামাজিক দায়বদ্ধতার বার্তা বহন করে। বিজেপি শুধুমাত্র একটি রাজনৈতিক দল নয়, এটি একটি সমাজ-সংগঠনের প্রতিশ্রুতিও বহন করে।”

সার্বিকভাবে, মেদিনীপুরে এই কর্মসূচিগুলি অত্যন্ত সুশৃঙ্খলভাবে ও সফলভাবে সম্পন্ন হয়েছে। শিশুদের অংশগ্রহণ এবং জনসাধারণের স্বতঃস্ফূর্ত সহযোগিতা এই ধরণের সামাজিক উদ্যোগকে আরও বেশি অর্থবহ করে তুলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *