পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৬ মার্চ: বিজেপি কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো, পুলিশি অত্যাচার, বিজেপি কর্মীদের মামলা না নিয়ে তৃণমূলকে মদত করছে পুলিশ, এরকম একাধিক অভিযোগে সোমবার বিজেপির পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলার উদ্যোগে বেলদা মহকুমা পুলিশ আধিকারিকের দপ্তর ঘেরাও কর্মসূচি করলো তারা।
এই ঘেরাও কর্মসূচির আগে বেলদা সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিস সংলগ্ন এলাকা থেকে বেলদা মহকুমা পুলিশ আধিকারিকের দপ্তর পর্যন্ত একটি মিছিল সংঘটিত করে তারা। যেখানে পাঁচ শতাধিক বিজেপি কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। এদিনের এই কর্মসূচিতে নেতৃত্ব দেন বিজেপির জেলা ও ব্লক স্তরের নেতৃত্বরা। বেলদা মহাকুমা পুলিশ আধিকারিকের দপ্তর ঘেরাও কর্মসূচির আগে সোমবার সকাল থেকে দপ্তরের চারদিকে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী।