আমাদের ভারত, হুগলী, ১০ আগস্ট: হুগলী জেলায় বিজেপি দশ লক্ষ সদস্য পদ গ্ৰহণের লক্ষ্যমাত্রা রেখেছে। ‘বিজেপির পরিবার আমার পরিবার’ এই কর্মসূচির অঙ্গ হিসেবে এই অভিযান শুরু হতে চলেছে। সোমবার এই কর্মসূচির দলের হুগলী সাংগঠনিক জেলায় অনুষ্ঠানিক সূচনা করেন সাংগঠনিক সভাপতি গৌতম চ্যাটার্জি।
উল্লেখ্য, গত ৭ আগস্ট এই কর্মসূচির ঘোষণা হয়। পশ্চিবঙ্গে তিন কোটি সদস্য পদ সংগ্ৰহ করার লক্ষমাত্রা রাখা হয়েছে। এই উপলক্ষ্যে জেলা কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি অভিযোগ করেন কেন্দ্রের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার রূপায়ণ না করায় সাধারণ মানুষ প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। অনুষ্ঠানে দলের রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ অভিযোগ করেন, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিজেপির কর্মীরা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছেন। একশো ওপর বিজেপির কর্মী মারা গেছেন।