বাগদায় বিডিও অফিসে ৬ দফা দাবি নিয়ে স্মারকলিপি বিজেপির

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৮ জুন: স্থানীয় কিছু সমস্যার প্রতিকার চেয়ে ও কয়েক দফা দাবিতে শুক্রবার বাগদ বিডিও অফিসে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী সমর্থকরা। পরে বিডিওর কাছে ৬ দফা দাবি সম্বলিত স্মারকলিপি দেওয়া হয়েছে। এলাকায় মিছিলও করে বিজেপি।

বিজেপির মূল দাবিগুলি ছিল, ১০০ দিনের কাজে দুর্নীতি চলছে, তৃণমূল সমর্থকদের দেওয়া হচ্ছে। দল না দেখে সকলকে কাজ দেওয়া হোক। অন্যদিকে আমফান ঝড়ের পর থেকে এখনও অনেক অসহায় পরিবার তাদের মাথা গোঁজার জায়গাটুকু হারিয়েছে, সেই সব মানুষে ত্রিপল দেওয়া হোক। বাগদার বিভিন্ন অঞ্চল থেকে মাটি মাফিয়ারা অবৈধ ভাবে নদী থেকে মাটি কেটে বিক্রি করছে, সেগুলি প্রশাসনের নজরে আনতে হবে। গোটা বাগদা অঞ্চল দুর্নীতি মুক্তের দাবি জানিয়ে বিডিও অফিসে স্মারকলিপি জমা দেয় বিজেপি।

বিজেপির জেলা সহ সভাপতি দেবর্ষি বিশ্বাস বলেন, দীর্ঘ দিন ধরে গ্রামের অসহায় মানুষদের ১০০ দিনের কাজ থেকে বঞ্চিত করা হচ্ছে। অথচ তৃণমূলের দালালরা কাজ না করেই সেই টাকা তুলে নিচ্ছেন। অতি ভাড়ি বর্ষায় টিনের চাল ও টালির বাড়ি থেকে জল পড়ছে। সেই সকল মানুষকে ত্রিপল না দিয়ে তৃণমূল কর্মী সমর্থকদের পাকা বাড়িতেও চলে যাচ্ছে ত্রিপল। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিডিও-র কাছে আবেদন জানানো হয় বাগদা ব্লক দুর্নীতি মুক্ত করার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *