নীল বনিক, আমাদের ভারত, ১৫ মে: বিজেপির সমালোচনার পরেই ফের জনসমক্ষে আসতে বাধ্য হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এই কথা বলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিংহ। তিনি বলেন, করোনার আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেতেই রাজ্যের মুখ্যমন্ত্রী জনমানসের সামনে আসছিলেন না। কিন্তুু বিজেপির গঠনমূলক সমলোচনায় ফের মুখ্যমন্ত্রী জনগণের সামনে আসতে বাধ্য হয়েছেন।
রাহুল সিংহ বলেন, মুখ্যমমন্ত্রী জনগণের সামনে আসায় খুশি রাজ্যের মানুষ সহ বিজেপি। কারন বিজেপি চায় মুখ্যমন্ত্রী করোনার যুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিক। তাঁর কোনও চাটুকদার করোনার যুদ্ধের সময় কাজ করুক তা চায় না রাজ্য বিজেপি। কেননা গোটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। এইসময় মুখ্যমন্ত্রী সামনে থেকে কাজ করলে তার কিছুটা সুরহা হতে পারে। পাশাপাশি হুগলির তেলিনি পাড়ার ঘটনা নিয়েও রাজ্য সরকারকে কটাক্ষ করেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক। তিনি বলেন, তেলিনি পাড়ায় দুষ্কৃতিদের গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে রাজ্যের পুলিশ। গোষ্ঠী সংঘর্ষে মদত দেওয়া দুষ্কৃতিদের পুলিশ ধরতে পারেনি বলে অভিযোগ তার। উল্টে বিজেপির কর্মীদের গ্রেফতার করে রাজনৈতিক ভাবে কোনঠাসা করার মরিয়া চেষ্টা রাজ্যের শুরু হয়েছে বলে অভিযোগ করেন রাহুল সিংহ।