আমাদের ভারত, ব্যারাকপুর, ১০ নভেম্বর : বিহারে ভোটে এনডিএ জোট ক্ষমতায় আসতে চলেছে, ফলাফলে ১২২ আসন ম্যাজিক ফিগার এনডিএ জোট টপকে যেতেই টিভির সামনে চোখ রাখা জগদ্দলের বিজেপি কর্মীরা উচ্ছ্বাসে ফেটে পড়েন। কংগ্রেস ও আরজেডি জোট ভোট সমীক্ষাতে এগিয়ে থাকলেও ফলাফলে দেখা যায় তারা ম্যাজিক ফিগারের থেকে বেশ কিছু আসন পিছিয়ে আছে। বিজেপি এবং জেডিইউ জোট এগিয়ে যেতেই উত্তর ২৪ পরগনার অর্জুনগড় বলে পরিচিত ব্যারাকপুর শিল্পাঞ্চলের জগদ্দল বিধানসভা এলাকায় বিজেপি কর্মীরা পথে নেমে আনন্দ উচ্ছ্বাসে ফেটে পড়েন।
জগদ্দলের বাসুদেবপুর মোড়ে গেরুয়া আবিরে অকাল হোলি উৎসব পালন করে স্থানীয় বিজেপি সমর্থকরা। গেরুয়া আবিরে রাঙা হন বিজেপি কর্মীরা, একে অপরকে গেরুয়া আবির মাখিয়ে দেন তারা। ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের বাসুদেবপুর মোড়ে পথে নিত্য যাত্রীদের দেদার লাড্ডু বিলি করলেন বিজেপি কর্মীরা। বিজেপি কর্মীদের বক্তব্য, বিহার পর্ব ভালো ভাবেই মিটল, এবার লক্ষ্য বাংলা, পারলে তৃণমূল সামলা।

জগদ্দলের বিজেপি নেতা অরুণ ব্রহ্মের নেতৃত্বে বাসুদেবপুর মোড়ে চলে দেদার লাড্ডু বিলি। অরুণ ব্রহ্ম এদিন সাংবাদিকদের বলেন, “যারা আশা করেছিলেন বিহারে বিজেপি মুখ থুবড়ে পড়বে, তারা আজকে বলছে ইভিএম কারচুপির কথা। আমি শুধু ওদের বলব, নাচতে না জানলে উঠোন বাঁকা। বাংলায় নির্বাচন কমিশন ইভিএম বা ব্যালটে যেভাবেই নির্বাচন পরিচালনা করুক, মানুষ ভোট দিতে পারলে ২০২১ এর ভোটে বাংলায় বিজেপির ক্ষমতায় আসা কেউ আটকাতে পারবে না। ২০০র বেশি আসন নিয়ে বাংলা দখল করবে বিজেপি।”

