নয়া কৃষি আইনেই আস্থা মানুষের, রাজস্থানে পঞ্চায়েত ভোটে ভালো ফলের পর দাবি পদ্ম শিবিরের

আমাদের ভারত, ৯ ডিসেম্বর: কিছুদিন আগেই শচীন পাইলটের বিদ্রোহ সামলেছে রাজস্থানের কংগ্রেস সরকার। কিন্তু এবার রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে বড়সড় ধাক্কা খেলো জাতীয় কংগ্রেস। চার দফায় পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের ভোট হয়েছিল সেখানে। রাজ্যের ২১ টি জেলা পরিষদের বেশিরভাগ আসনেই হেরে গেছে কংগ্রেস।আর তাতেই বিজেপির দাবি নতুন কৃষি আইনের পক্ষেই ভোট দিয়েছে রাজস্থানের মানুষ। অর্থাৎ মানুষের আস্থা আছে নতুন কৃষি আইনে।

বুধবার রাজস্থানের পঞ্চায়েত ভোটের ফল প্রকাশিত হলে দেখা যায় বিজেপি ১৪ টি জেলা পরিষদ জিতেছে।কংগ্রেস জিতেছে মাত্র ৫টিতে। ২২২টি পঞ্চায়েত সমিতির মধ্যে বিজেপি পেয়েছে ৯৩ টি।

কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেছেন, শুধু রাজস্থান নয়, বিহার, তেলেঙ্গানা, অরুণাচল প্রদেশ সব জায়গাতেই ভোটের ফলাফলে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে মানুষ বিজেপির সংস্কারকে খুশি হয়েই মেনে নিয়েছেন। কেবল বিরোধীরা এখন নেতিবাচক রাজনীতি করছেন। আর সেই কারণেই ভোটাররা তাদের প্রত্যাখ্যান করেছেন।

কেন্দ্রীয় মন্ত্রী বলেন, উত্তর দক্ষিণ, পূর্ব যেখানেই যান সর্বত্রই শুধু বিজেপি বিজেপি আর বিজেপি। তাই সংস্কার নিয়ে বিরোধীরা যতই সমালোচনা করুন মানুষ বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সমর্থন করেছে।

বিজেপি সভাপতি জে পি নাড্ডা টুইট করে লিখেছেন, গ্রামীণ ভোটদাতারা বিশেষত কৃষক মহিলারা যেভাবে বিজেপিকে সমর্থন করেছে তাতে আমরা কৃতজ্ঞ। বিজেপির প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয়া রাজে সিন্ধিয়া জয়ী বিজেপি প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন। বিবৃতি দিয়ে তিনি বলেছেন, বিজেপি কর্মীদের কঠোর পরিশ্রমের জন্য জেলা পরিষদ পঞ্চায়েত সমিতিতে এতগুলো আসন পাওয়া সম্ভব হয়েছে। ভোটারদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেছেন কংগ্রেসের মিথ্যে প্রচারে তারা না ভুলে বিজেপির ওপর আস্থা রেখেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *