কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১২ নভেম্বর :
বিজেপি ঘাটাল সাংগঠনিক জেলা সংখ্যালঘু মোর্চার পক্ষ থেকে আজ বৃহস্পতিবার ঘাটালের কুশপাতায় কর্মী সম্মেলন হলো। পাশাপাশি দলে যোগদান মেলা হয়। প্রায় ৩০০ টি পরিবার বিজেপিতে যোগ দান করে বলে দলীয় সূত্রে জানা গেছে।
ঘাটাল সাংগঠনিক জেলার ৭ টি বিধানসভা এলাকার সংখ্যালঘু কর্মীরা উপস্থিত হয়েছিলেন। এই কর্মসূচিতে ছিলেন সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি আলী হোসেন, ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি অন্তরা ভট্টাচার্য, সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি ওহেদুল ইসলাম, সংখ্যালঘু মোর্চার জেলা সাধারণ সম্পাদক শাহজাহান আলি খান।