বিধানসভার ঘুঁটি সাজাতে দক্ষিণ দিনাজপুরে ডিসেম্বরেই বদল হচ্ছে বিজেপির জেলা সভাপতি, তোড়জোড় শুরু হল মণ্ডল সভাপতিদের সরিয়ে

আমাদের ভারত, বালুরঘাট, ২৬ নভেম্বর: ডিসেম্বরের প্রথম সপ্তাহেই বদল হতে চলেছে বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি। আগামী বিধানসভা নির্বাচনের ঘুঁটি সাজাতে লোকসভার ফলাফলকে সামনে রেখে মণ্ডল সভাপতির পদ থেকে ছাঁটা হল বেশকিছু পুরনো নেতাকে। সংগঠন মজবুত করতে তালিকায় স্থান দেওয়া হয়েছে বেশকিছু নতুন মুখকে। ভালো জনসংযোগ থাকা এমন পুরোনো নেতাদেরই প্রাধান্য দেওয়া হয়েছে নতুন এই মণ্ডল কমিটিতে। মঙ্গলবার বিকেলে বালুরঘাটে জেলা বিজেপির কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক করে জেলার ওই একুশ জন মন্ডল সভাপতির নাম ঘোষনা করেন বিজেপির ডিস্ট্রিক্ট ইলেকশন ইনচার্জ শিবেন্দ্র শেখর রায়। যেখানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট কো ইলেকশন ইনচার্জ প্রদীপ কুমার সরকার, জেলা বিজেপির সভাপতি শুভেন্দু সরকার, গৌতম চক্রবর্তী সহ অনান্য জেলা নেতৃত্বরা।

দলীয় সুত্রের খবর মন্ডল সভাপতি নির্বাচনকে ঘিরে প্রায় তিন মাসেরও বেশী সময় ধরে জেলার বিভিন্ন প্রান্তে ঘোরেন বিজেপির ডিস্ট্রিক ইলেকশন ইনচার্জ শিবেন্দ্র শেখর রায়। কো’ইনচার্জ প্রদীপ কুমার সরকারকে সঙ্গে নিয়ে দলীয় নির্বাচনের মাধ্যমে এক একজন করে মণ্ডল সভাপতি ও সদস্যের নাম ঠিক করা হয়। গত আগস্ট মাসের শেষ থেকে শুরু হওয়া এই কর্মসূচীর চুড়ান্ত তালিকা প্রকাশ করা হয় মঙ্গলবার। এদিন বালুরঘাটে বিজেপির জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেই যাদের নাম ঘোষনা করেছেন ডিস্ট্রিক ইলেকশন ইনচার্জ।

নতুন ঘোষিত হওয়া বিজেপির এই মণ্ডল সভাপতি ও আরো একুশ সদস্য মিলিয়ে মোট ৪২ জনের ভোটে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই নির্বাচিত হবে দক্ষিন দিনাজপুর জেলা বিজেপির নতুন জেলা সভাপতি। বিধানসভা ভোটের আগে লোকসভার ফলাফলের বিচারে গঠন করা বিজেপির এই নব্য মন্ডল সভাপতি নির্বাচন যথেষ্টই ফলপ্রসূ বলেই মনে করছেন বিজেপির একাংশ।

বিজেপির ডিস্ট্রিক ইলেকশন ইনচার্জ শিবেন্দ্র শেখর রায় জানিয়েছেন, ২১ জন নতুন মন্ডল সভাপতি নির্বাচন করা হয়েছে। নির্বাচনে ভালো কাজের লক্ষ্যে বেশকিছু নতুন মুখকে সামনে আনা হয়েছে। দলকে ভালো নেতৃত্ব দেবার জন্য রাখা হয়েছে পুরোনো বেশকিছু মুখকেও। যাদের নির্বাচনেই ডিসেম্বরের প্রথম সপ্তাহে গঠন করা হবে নতুন জেলা সভাপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *