সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৬ জানুয়ারি: বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা উপলক্ষে লাগানো পতাকা ও ফেস্টুন ছিঁড়ে দেওয়া ও হামলার অভিযোগকে কেন্দ্র করে বাঁকুড়ার ইন্দাসে ব্যাপক উত্তেজনা দেখা দেয়।
ইন্দাস থানার বামনিয়া গ্রামের এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের দিকে। তবে অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূলের বক্তব্য, এই ঘটনা বিজেপির নতুন বনাম পুরানো দ্বন্দ্বের ফল।
ইন্দাসের বামনিয়া হাটতলায় আজ পরিবর্তন সংকল্প যাত্রা কর্মসূচি ছিল বিজেপির। সেই কর্মসূচি উপলক্ষে এলাকায় দলের পতাকা ও ফেস্টুন টাঙায় বিজেপি কর্মীরা। বিজেপি কর্মীদের অভিযোগ, বিজেপির পতাকা টাঙাতেই তৃণমূলের লোকজন তাদের দলীয় পতাকা ঢাকা দিয়ে নিজেদের পতাকা টাঙিয়ে দেয়। তাদের একাধিক পতাকা ও ফেস্টুন তৃণমূল কর্মীরা ছিঁড়ে পুকুরের জলে ফেলে দেয়।
বিজেপি ইন্দাস মন্ডল ২ সভাপতি বিপ্রদাস অধিকারী বলেন যে, সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে এভাবে বিজেপির পতাকা ও ফেস্টুন ছিঁড়ে ফেলা দেওয়া হয়েছে। অন্যদিকে বিজেপির অভিযোগ উড়িয়ে ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদের বক্তব্য, তৃণমূল এ ধরনের কাজে বিশ্বাসী নয়। বিজেপির নতুন বনাম পুরানো দ্বন্দ্বের কারণেই এই ঘটনা ঘটেছে।

