আরামবাগে বিজেপির পতাকা ও ফেস্টুন ছিঁড়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ৩১ অক্টোবর: বিজেপির টাঙ্গানো দলীয় ফেস্টুন ছেঁড়ার ও একশটির বেশি দলীয় পতাকা খুলে ফেলে দেওয়ার  অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির এক কর্মীকে মারধর করা হয়েছে বলে বিজেপির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আরামবাগ থানার মাধবপুর গ্রাম পঞ্চায়েতের জয়সিংহ চক এলাকার ঘটনা। ঘটনার পর ঘটনাস্থলে যায় আরামবাগ থানার পুলিশ।

জানাগেছে, ওই এলাকায় বিজেপির দলীয় পতাকা ও ফেস্টুন লাগানো হয়েছিল। শুক্রবার গভীর রাতে পতাকাগুলি ছিঁড়ে দেওয়ার অভিযোগ ওঠে। যদিও সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এই নিয়ে এলাকায় উত্তেজনার সৃষ্টি হলে খবর পেয়ে ঘটনাস্থলে যায় আরামবাগ থানার পুলিশ।

বিজেপির আরামবাগ জেলা সাংগঠনিক সভাপতি বিমান ঘোষ বলেন, আরামবাগে জয়সিংহ চকে যে ঘটনাটি ঘটেছে, যারা এই ঘটনাটি ঘটিয়েছে তাদের কোনও সামনে আসার সাহস নেই। কাপুরুষের মত ছিঁড়ে ফেলে দিয়েছে। তৃণমূলের এখন পায়ের তলা থেকে মাটি সরে গেছে। আসন্ন নির্বাচনে যে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে সেই ভয়ে আতঙ্কে তৃনমূল এইসব কাজ করে বেড়াচ্ছে। পতাকা ছিঁড়ে বিজেপিকে আটকানো সম্ভব হবে না।

তৃণমূলের আরামবাগের ব্লক সভাপতি কমল কুশারী বলেন, বিজেপি বুঝে গেছে তারা কোনও রকমে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে পারবে। ২০২১এ ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল কংগ্রেস। নিজেদের খবরে আনার জন্য রাতের অন্ধকারে নিজেদের পতাকা ফেস্টুন ছিঁড়ে দিয়ে তারা এইসব নাটক করছে। এছাড়া অন্য কিছু নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *