অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৭ ডিসেম্বর: গোপীবল্লভপুর ২ ব্লকের চর্চিতা অঞ্চলের চর্চিতা বুথের বিজেপির বুথ সভাপতি চন্দ্রশেখর বেরার উপর হামলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেসের চর্চিতা অঞ্চলের সভাপতি রাজীব কর সহ আরো কয়েকজন বাঁশ, রড দিয়ে ওই বিজেপি নেতার উপর হামলা চালায় বলে অভিযোগ। ওই বিজেপি নেতাকে বাঁচাতে গিয়ে তার স্ত্রী সরস্বতী বেরার উপরও হামলা চালানো হয়। তার কানে থাকা শোনার দুল নিয়ে নেয় হামলাকারীরা বলে অভিযোগ। ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
গুরুতর আহত বিজেপি নেতা চন্দ্রশেখর বেরা’কে তপসিয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাতে বিজেপি নেতার উপর হামলার ঘটনাটি ঘটে।
শনিবার সকালে আহত বিজেপি নেতাকে দেখতে হাসপাতালে যান বিজেপির ঝাড়গ্রাম জেলার সভাপতি তুফান মাহাতো সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা। ওই ঘটনার তীব্র নিন্দা করে বিজেপির ঝাড়গ্রাম জেলার সভাপতি তুফান মাহাতো অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করার দাবি জানান। সেই সঙ্গে বেলিয়াবেড়া থানায় গিয়ে শনিবার বিজেপি দলের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের নেতা রাজীব কর সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার না করলে বিজেপির পক্ষ থেকে জোরদার আন্দোলন করা হবে বলে বিজেপির জেলা সভাপতি তুফান মাহাতো জানান।

