সুশান্ত ঘোষ, বনগাঁ, ২৫ এপ্রিল: লকডাউনের ফলে দুধ বিক্রি শিকেয়, গরু-মোষের খাদ্যের যোগান নেই। ফলে গরু-মোষ প্রতিপালন এবং দুধ ব্যবসায় নেমে এসেছে চরম সংকট। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুধ চাষিদের জন্য মিষ্টির দোকান খোলার কথা ঘোষণা করলেও দুধ বিক্রি সেই ভাবে নেই। ফলে গোরুর খাবার নিয়ে সমস্যায় হাজারও মানুষ। সেই কথা মাথায় রেখে উত্তর ২৪ পরগনার ভারতীয় জনতা পার্টি বনগাঁ পৌর মন্ডল উত্তরের পক্ষ থেকে গো-খাদ্য বিতরণ করা হয়। শনিবার সকাল থেকে প্রায় ৩০০ পরিবারের হাতে গো-খাদ্য তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন বনগাঁ উত্তর বিধানসভার কনভেনার সুব্রত লালা, পৌর মন্ডল উত্তরের সভাপতি শোভন বৈদ্য, বিজেপি নেতা জ্ঞান প্রকাশ ঘোষ, জেলা সভাপতি শঙ্কর চক্রবর্তী।

এদিন বনগাঁ চাকদারোড বিজেপির পার্টি কার্যালয় থেকে গরুর খাবার গ্রামবাসীদের হাতে তুলে দেন বনগাঁর পৌরমন্ডল উত্তরের সভাপতি শোভন বৈদ্য। শোভনবাবু বলেন” লকডাউনের কারণে গোরুর খাদ্যের অভাব দেখা দিয়েছে। শহর এলাকায় প্রায় ৩০০ পরিবার আছে যারা গরু প্রতিপালন করেন এবং দুধ বিক্রি করে সংসার চালান। তাদের সহযোগিতা করবার জন্য বিচুলি, খোল, ম্যাশ তুলে দিলাম আমরা। এই দুঃসময়ে গো-খাদ্য পেয়ে খুশি বনগাঁর মানুষ।


