সাথী দাস, পুরুলিয়া, ১ আগষ্ট: জনসচেতনতা বাড়াতে পুরুলিয়া শহরে ফেস মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করল বিজেপি। শনিবার, স্থানীয় মেইন রোডে পথ চলতি মানুষের হাতে করোনা আবহে অপরিহার্য এই দুই সামগ্রী তুলে দেন বিজেপি নেতা কর্মীরা। পুরুলিয়া শহর মন্ডলের উদ্যোগে এই কর্মসূচির উদ্দেশ্য সম্পর্কে বিজেপি জেলা সাধারণ সম্পাদক বিবেক রাঙ্গা বলেন, ‘এটা আমাদের প্রতীকী হলেও জেলাজুড়ে আমরা সাধারণ মানুষের মধ্যে মাস্ক পরা ও নিয়মিত হাত জীবাণুমুক্ত করার প্রবণতা বাড়িয়ে তুলব।’

পুরুলিয়া শহর মন্ডলের অন্যতম সভাপতি সত্যজিৎ অধিকারী জানান,’আমরা লক্ষ্য করছি পুরুলিয়া শহরে প্রচুর মানুষ বিনা কারণে রাস্তায় বের হচ্ছেন। একই সঙ্গে ওই সব মানুষের মধ্যে মাস্ক পরার তাগিদে নেই। তাঁদের বোঝাতে আজ আমরা একটি কর্মসূচি গ্রহণ করি। পুরুলিয়া শহরে দ্রুতহারে করোনা সংক্রমণ রোধ করতে আমরাও সচেষ্ট হয়েছি।’


