পুরুলিয়ার হাটে কৃষকদের কৃষি আইন বুঝিয়ে লিফলেট বিলি বিজেপির

সাথী দাস, পুরুলিয়া, ২১ অক্টোবর: কৃষি আইনের বিরোধিতায় আমল না দিতে কৃষকদের কাছে  গিয়ে বোঝানোর উদ্যোগ নিল পুরুলিয়া বিজেপি।  আজ পুরুলিয়া শহর মন্ডলের পক্ষ থেকে জেলা সদরের বিভিন্ন সবজি হাটে সরাসরি কৃষকদের কৃষি আইন সম্পর্কে বোঝালেন বিজেপি পদাধিকারী ও সংগঠকরা। সেখানে কৃষি বিল সংক্রান্ত লিফলেট বিতরণ করেন তাঁরা।

কৃষি আইনের সত্যতা জানতে পেরেই উচ্ছ্বসিত হয়ে পড়েন হাটে সবজি নিয়ে আসা কৃষকরা। অনেকে মধ্যস্থ কারবারিদের চাপে ও খপ্পরে পড়ে আসছেন বলে আক্ষেপ করেন। কৃষি আইন সম্পর্কে অবগত হতেই কৃষকদের স্বস্তির নিশ্বাস ফেলতে দেখা গিয়েছে পুরুলিয়া শহরের
হাটগুলিতে।

এদিন বিজেপির দেওয়া লিফলেটে কৃষকদের সুযোগ সুবিধা সহ কৃষি আইনের সারসংক্ষেপ তুলে ধরা হয়েছে। দলের এই কর্মসূচি সম্পর্কে পুরুলিয়া শহর মন্ডলের অন্যতম সভাপতি সত্যজিৎ অধিকারী বলেন, “আজ কৃষকদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাওয়া গিয়েছে। গ্রামে গিয়ে লিফলেটের মাধ্যমে কৃষি আইন সম্পর্কে অন্যান্য কৃষকদের বোঝাবেন তাঁরা।”

পুরুলিয়া শহর তথা জেলার সবচেয়ে বড় পাইকারি ও খুচরা সবজি হাটে এই প্রচার অভিযান চালায় বিজেপি। এছাড়াও পুরুলিয়া শহরের স্টেশন বাজার, নডিহা বাজারেও একইভাবে প্রচার চালায় তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *