সাথী দাস, পুরুলিয়া, ১৯ অক্টোবর: উৎসবের সময় পুরুলিয়া পুরসভা এলাকায় বিশেষভাবে পরিষেবা প্রদান, শহরের ভিড়যুক্ত এলাকাগুলিতে নিয়মিত স্যানিটাইজ, ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে শহরের অলিতে গলিতে নিয়মিত ব্লিচিং-স্প্রে করা, উৎসবের সময় জল সরবরাহ যথাযথ রাখা সহ ছয় দফা দাবিতে পুরুলিয়া পুরসভায় স্মারকলিপি দিল পুরুলিয়া শহর বিজেপি। এদিন পুরুলিয়া পুরসভার প্রশাসক শামীম দাদ খানের কাছে ওই সংক্রান্ত একগুচ্ছ দাবিতে স্মারকলিপি দেয় পুরুলিয়া শহর বিজেপির বিশেষ প্রতিনিধি দল। এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন পুরুলিয়া শহরের উত্তর মন্ডল সভাপতি সত্যজিৎ অধিকারী।
সত্যজিৎ জানান, “উৎসবের দিনগুলিতে ভিড়ে ঠাসা থাকে গোটা শহর, আবর্জনায় পরিপূর্ণ হয়ে যায় শহরের রাস্তা। বর্তমানে করোনা পরিস্থিতিতে বিশেষ নজর দিতে হবে পুরুলিয়া পুরসভাকে। তাই, এলাকায় এলাকায় স্যানিটাইজার করা, আবর্জনা পরিষ্কার রাখা, ড্রেন পরিষ্কার রাখা এবং সেই সঙ্গে ব্লিচিং ও স্প্রে করতে হবে। পাশাপাশি উৎসবের সময় গোটা শহরের পানীয় জলের পরিষেবা স্বাভাবিক রাখা এবং অকেজো স্ট্রিট লাইটগুলি সক্রিয় করার দাবিতে পুরুলিয়া পুরসভার প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হলো।”
পুরুলিয়া পুরসভার প্রশাসক শামীম দাদ খান এই সমস্ত বিশেষগুলির উপর আলোচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।