সাথী দাস, পুরুলিয়া, ২৯ জুন: পরিযায়ী শ্রমিকের তালিকা কেন্দ্রকে পাঠানোর দাবি জানাল বিজেপি। একই সঙ্গে কেন্দ্র সরকারের আয়ুষ্মান ভারত সহ বিভিন্ন প্রকল্পের সুফলের ব্যবস্থা সম্বলিত স্মারকলিপি দিল বিজেপি। সোমবার পুরুলিয়া ঝালদা মহকুমা শাসকের কাছে এই গুলি সহ মোট ৬ দফা দাবি জানানো হয়। জেলা বিজেপির সাধারণ সম্পাদক শংকর নেতৃত্বে একটি প্রতিনিধিদল মহকুমা শাসকের কাছে স্মারকলিপি দেয়।
ওই স্মারকলিপিতে বালি চুরি, খনিজ সম্পদের অবৈধ কারবার বন্ধ, মিথ্যা মামলায় দলীয় কর্মীদের হয়রানির পাশাপাশি ঝালদায় একটি পুলিশ ফাঁড়ি দাবি জানানো হয়।