আমাদের ভারত, হাওড়া, ১২ জুন: সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত নামের তালিকায় ভুয়ো নাম ঢুকিয়ে সরকারি টাকা নয়ছয়ের অভিযোগে শুক্রবার দুপুরে পাঁচলা বিডিও অফিসে ডেপুটেশন দিল বিজেপির হাওড়া গ্রামীণ জেলা শাখার পাঁচলা মন্ডল কমিটি। এদিন দুপুরে কয়েকশো বিজেপি কর্মী বৃষ্টি উপেক্ষা করে ডেপুটেশনে হাজির হয়। এদিন দলের পক্ষ থেকে বিডিও’র কাছে একটি অভিযোগ পত্র জমা দেওয়া হয়।
ডেপুটেশন সম্পর্কে বিজেপির হাওড়া গ্রামীণ জেলা শাখার সহ-সভাপতি ভবানীপ্রসাদ রায় জানান, ঘূর্ণিঝড় বিধ্বস্ত পাঁচলা ব্লকের একাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হলেও সরকারের কাছে ক্ষতিগ্রস্ত মানুষের যে নামের তালিকা পাঠানো হয়েছে তাতে অনেক তৃণমূল নেতার নাম আছে। তিনি অভিযোগ করেন, বাস্তবে যাদের ঘর অক্ষত আছে তাদেরও নাম তালিকায় ঢোকানো হয়েছে এমনকি পানের বোরোজ নেই সেই রকম মানুষের নাম ক্ষতিগ্রস্তদের তালিকায় ঢোকানো হয়েছে। এদিন বিজেপি নেতা বলেন, আমরা অবিলম্বে ক্ষতিগ্রস্ত তালিকায় থাকা ব্যক্তিদের সমস্ত কিছু তদন্ত করে দেখতে বলেছি। যারা এই দুর্নীতির সাথে জড়িত অবিলম্বে তাদের কাছ থেকে ক্ষতিপূরণের টাকা ফেরত নেওয়ার পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাই। শাপাশি ঘূর্ণিঝড়ে যারা সত্যি ক্ষতিগ্রস্ত তাদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান ভবানীপ্রসাদ রায়।