আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৪ সেপ্টেম্বর: বাংলায় গণতন্ত্র ফেরানোর দাবি নিয়ে জেলার প্রতিটি এসডিও এবং বেশ কিছু বিডিও অফিসে বিক্ষোভ দেখাল বিজেপি। এসডিও এবং বিডিওর কাছে ডেপুটেশনও দেওয়া হয় দলের পক্ষ থেকে। জেলাসদর তমলুক, হলদিয়া, কাঁথি ও এগরা মহকুমা শাসকের কাছে এবং জেলার বেশ কিছু সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে বিজেপির পক্ষ থেকে আজ বিক্ষোভ দেখানো হয় ও ডেপুটেশন দেওয়া হয়।

সব জায়গাতেই বিজেপি কর্মী ও নেতৃত্বরা বাংলায় গণতন্ত্র ফেরানোর দাবি নিয়ে বিক্ষোভ দেখায়। গত পঞ্চায়েত ও পৌর নির্বাচনগুলিতে যেভাবে নাগরিকদের ভোট দিতে না দিয়ে গণতন্ত্র লুণ্ঠিত হয়েছে তার বিরুদ্ধেও সোচ্চার হন বিজেপি নেতা ও কর্মীরা। প্রতিটি অফিসের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী ও নেতৃত্ব। তমলুকে জেলাশাসকের দপ্তরে সামনেও বিক্ষোভ দেখানো হয়।

বিক্ষোভের আগে তমলুকের হাসপাতাল মোড় থেকে হাজার দুয়েক বিজেপি কর্মীরা একটি মিছিল করে জেলা শাসকের দপ্তরে আসে এবং সেখানে এসে বিক্ষোভ দেখায়। এবং প্রতিনিধিমূলক ডেপুটেশন দেওয়া হয় মহকুমা শাসকের কাছে। তমলুকে জেলা সদর দপ্তরের সামনে বিক্ষোভ সমাবেশে দেখা যায়নি কোনো উর্দিধারী পুলিশকে। তবে করোনা আবহে সামাজিক বা শারীরিক দূরত্ব না থাকলেও বিজেপি কর্মীরা কিন্তু সুশৃঙ্খলভাবে আজকের এই বিক্ষোভ সমাবেশে অংশ নিয়েছে। বিক্ষোভে অংশগ্রহণকারী কর্মী ও নেতৃত্ব জেলাশাসকের দপ্তরে ঢোকার আগেই গেটে দাঁড়িয়ে যায়। ফলে বিক্ষোভ-সমাবেশ সামলাতে কোনও পুলিশকে লাঠি বা বন্দুক ধরতে হয়নি। যদিও সাদা পোশাকে বেশকিছু পুলিশ এবং সিভিক কর্মী বিক্ষোভ সমাবেশ স্থলে উপস্থিত ছিল। তবে উর্দি বিহীন পুলিশের উপস্থিতিতে বিজেপি কর্মীরাও কিছুটা হতবাক হয়ে যান প্রথমে।

