ত্রাণ নিয়ে শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, বনগাঁ, ১৫ জুন: আমফানের ত্রাণ নিয়ে দুর্নীতি করছে রাজ্যের শাসক দল, এমনই অভিযোগ তুলে বিডিও অফিস ঘেরাও করেন বিক্ষোভ দেখান বিজেপি। এরপর ছয় দফা দাবি নিয়ে উত্তর ২৪ পরগণার বনগাঁ বিডিও’র কাছে একটি স্মারকলিপি জমা দেন দশ জনের বিজেপির এক প্রতিনিধি দল। উপস্থিত ছিলেন বনগাঁ লোকসভার সাংসদ শান্তনু ঠাকুর, বনগাঁ উত্তর বিধানসভার বিধায়ক বিশ্বজিৎ দাস, জ্ঞান ঘোষ সহ বিভিন্ন পঞ্চায়েতের বিরোধী দল নেতারা ও কর্মীরা।

অভিযোগ, আকাইপুর, গোপালনগর গঙ্গানন্দপুর সহ একাধিক এলাকার সাধারণ গ্রামবাসীদের আমফান ঝড়ের পরে মেলেনি ত্রিপল ও ক্ষতিপূরণের টাকা। অথচ যাদের কোনও ক্ষতি হয়নি তারা দুটো তিনটে করে ত্রিপল পেয়েছে। এমনকি ক্ষতিপূরণের টাকাও পেয়েছে। বেছে বেছে তৃণমূল সমর্থকদের ত্রাণ সহ ক্ষতিপূরণের টাকা দেওয়া হচ্ছে বলে অভিযোগ।ডেপুটেশন শেষে সাংসদের দাবি, এরপরও যদি শাসকদল দুর্নীতি করে তাহলে সেই দুর্নীতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিজেপি।

বনগাঁর বিডিও সঞ্জয় কুমার গুছাইত বলেন, অবশ্যই যারা ক্ষতিগ্রস্ত তারা ত্রাণ সহ ক্ষতিপূরণের টাকা পাবে বলে আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *