BJP, Bankura, সাংসদ খগেন মুর্মু সহ দলীয় নেতাদের উপর হামলার প্রতিবাদ, বাঁকুড়ায় বিজেপির ডেপুটেশন

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৪ অক্টোবর: বিজেপি সাংসদ খগেন মুর্মু সহ বিজেপি কর্মকর্তাদের উপর হামলার প্রতিবাদে আজ বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলার উদ্যোগে জেলাশাসকের দপ্তর অভিযান ও ডেপুটেশন দেওয়া হয়।

কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থক লালবাজার মোড় থেকে মিছিল করে জেলা শাসকের দপ্তরের উদ্যেশ‍্যে রওনা দেয়। প্রাক্তন সাংসদ ডাঃ সুভাষ সরকার, বিধায়ক নিলাদ্রী দানা, বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি প্রসেনজিৎ চ্যটার্জি মিছিলে নেতৃত্ব দেন।মিছিল জেলা শাসকের দপ্তরের কাছাকাছি এলে পুলিশ মিছিলের গতিরোধ করলে উত্তজনার সৃষ্টি হয়।বিজেপির কর্মীরা পুলিশের ব্যারিকেড ভেঙ্গে ভেতরে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এক প্রতিনিধি দল জেলাশাসকের হাতে স্মারকলিপি তুলে দেন।

জেলা বিজেপির সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, সারা রাজ্যে এক অরাজক অবস্থা। বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে একজন সম্মানীয় সাংসদ আক্রান্ত হচ্ছেন, তাকে মেরে ফেলার চেষ্টা হচ্ছে, তার মুখমন্ডলের তিনটি হাড় ভেঙ্গে গেছে। একজন সাংসদের যেখানে নিরাপত্তা নেই সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? একজন আদিবাসী সম্প্রদায়ের নেতাকে মেরে ফেলার চেষ্টায় সমগ্ৰ আদিবাসী সমাজ ক্ষুব্ধ। রাজ্যে আদিবাসীদের জমি, অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, পাথর বালির মত প্রাকৃতিক সম্পদ লুঠ হচ্ছে। অপরদিকে মহিলা নির্যাতন চরম পর্যায়ে। শাসক দলের মদতপুষ্ঠ গুন্ডারা এই সব কান্ডে জড়িত তা প্রমাণিত।অবিলম্বে এসব বন্ধ না হলে আগমী দিনে আরও বৃহত্তর আন্দোলন হবে বলে তিনি মন্তব্য করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *