সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৫ জুন: আমফান ঝড়ের পরে কেটে গেছে এক মাসের উপর, কিন্তু অনেক পরিবারের মেলেনি ত্রিপল। ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের তালিকা তৈরীর ক্ষেত্রে দুর্নীতি হয়েছে এই অভিযোগে উত্তর ২৪ পরগনার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ আন্দোলন হচ্ছে প্রতিনিয়ত।
বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের মালিপোঁতা গ্রাম পঞ্চায়েত এলাকার বিজেপির পক্ষ থেকে আমফান ঝড়ের ক্ষতিগ্রস্তদের পূর্ণ ক্ষতি এবং আংশিক ক্ষতির তালিকা সহ ৪ দফা দাবি নিয়ে ডেপুটেশন দেয়। অভিযোগ মালিপোঁতা অঞ্চলে আদিবাসীদের বসবাস। প্রায় আটটি গ্রামের মানুষ এখনও কোনও আমফান ঝড়ের ক্ষতিপূরণের টাকা ও ত্রিপল পর্যন্ত পায়নি। এছাড়া ঝড়ে প্রচুর গাছ ভেঙ্গে নষ্ট হয়েছে, সেই সব গাছের কোনও হদিস নেই।
ডেপুটেশনের পরে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয় তাদের তথ্য দেওয়ার জন্য পঞ্চায়েত কিছুদিন সময় নিয়েছে। এবং আরো যে সমস্ত দাবি-দাওয়া ছিল সেই সম্পর্কে তথ্য দেবার জন্য সময় নিয়েছে পঞ্চায়েত। আগামীতে তথ্য না পেলে বৃহত্তর আন্দোলনে নামা হবে বিজেপির পক্ষ থেকে।