এবিভিপি’র ধৃত নেতাকে অবিলম্বে মুক্তির দাবি বিজেপির

আমাদের ভারত, ৫ মার্চ: অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) ধৃত নেতাকে অবিলম্বে মুক্তির দাবি তুলল বিজেপি।

রবিবার পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সামাজিক মাধ্যমে লেখেন, “দক্ষিণ দিনাজপুর জেলার কার্যকর্তা, সোশ্যাল মিডিয়া ইনচার্জ কৌশিক সাহা’কে শুধুমাত্র একটি ফেসবুক পোষ্ট করার অপরাধে গত বুধবার রাতে এই স্বৈরাচারী সরকারের দলদাস পুলিশ অ্যারেস্ট করেছে। শুধু তাই নয়, ১১দিনের জেল হেফাজতও দেওয়া হয়েছে। মমতা ব্যানার্জির সরকার তার দলদাস পুলিশ প্রশাসনকে অপব্যবহার করে বাকস্বাধীনতাকে রুদ্ধ করতে চাইছেন।

আমি এর তীব্র নিন্দা করছি এবং অবিলম্বে কৌশিক সাহার মুক্তির দাবি করছি। পুলিশকে বলবো সাধারণ মানুষের সাংবিধানিক অধিকারে হস্তক্ষেপ না করে, কয়লা, বালি, পাথর, গরু ও চাকরি চোরদের ধরুন, পশ্চিমবঙ্গের উপকার হবে।”

বিজেপি’র রাজ্য সহ সভাপতি রথীন্দ্র বসু এ দিন লিখেছেন, “অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের দক্ষিণ দিনাজপুর জেলার কার্যকর্তা, সোশ্যাল মিডিয়া ইনচার্জ কৌশিক সাহাকে শুধুমাত্র একটি ফেসবুক পোষ্ট করার অপরাধে গত বুধবার রাতে এই স্বৈরাচারী সরকারের দলদাস পুলিশ গ্রেফতার করেছে। লজ্জা, ঘৃণা, ভয়, কিছু না থাকলে তবেই মমতা ব্যানার্জির পুলিশ হওয়া যায়। ধর্মের কল বাতাসে নড়ে- এই কথাটি পতনের শেষ দিন পর্যন্ত বামফ্রন্ট বুঝতে পারেনি এবং তৃণমূলও বুঝতে পারছে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *