BJP, Rejinagar, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতের বাড়িতে বিজেপির প্রতিনিধি দল

আমাদের ভারত, ২৪ সেপ্টেম্বর: জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত প্রাণতোষ কুণ্ডু পরিবারের সঙ্গে বুধবার দেখা করতে আসেন বিজেপির প্রতিনিধি দল। কিন্তু পরিবারের তরফ থেকে সমস্তরকম আর্থিক সাহায্য প্রত্যাখ্যান করা হয়।

মঙ্গলবার সকালে, কলকাতার নেতাজিনগরের জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় প্রাণতোষ কুণ্ডুর। প্রাণতোষ পেশায় একজন ফল ব্যবসায়ী। তাঁকে হঠাৎ হারিয়ে ভেঙে পড়ে তাঁর পরিবার।

আজ, বিজেপির ৪ বিধায়কের প্রতিনিধি দল মৃতের বাড়িতে যান। পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন বিজেপির প্রতিনিধিরা। মৃতের পুত্র দোলনের মতে, ‘এসেছেন ভাল লাগল, কোনওরকম সাহায্য চাই না’। বিজেপির প্রতিনিধি দলে ছিলেন তুফানগঞ্জের বিজেপি বিধায়ক মালতি রাভা রায়, কালচিনির বিজেপি বিধায়ক বিশাল লামা, কালিয়াগঞ্জের বিজেপি বিধায়ক সৌমেন রায়, হবিবপুরের বিজেপি বিধায়ক জুয়ের মুর্মু। 

চাকরি চাই না, চাই না কোনও আর্থিক সাহায্যও। পুজোর মুখে চলে গিয়েছেন পরিবারের আপনজন। সেই শোক কীভাবে সামলাবেন, সেটাই ভেবে পাচ্ছেন না পরিবার। তবে কোনও সরকারি সাহায্য নিতে চান না প্রাণতোষ কুণ্ডুর পরিবার। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *