আমাদের ভারত, নদিয়া, ১৪ জুন: নদিয়ায় গন্ডগোলে ধৃত ৯ নাবালককে মুক্ত করা এবং হিন্দুদের ওপর আক্রমণ নিয়ে আলোচনায় যাওয়ার পথে মঙ্গলবার বাধা পান বিজেপি প্রতিনিধিরা।
প্রতিনিধিদের অন্যতম হিন্দু জাগরণ মঞ্চের প্রাক্তন প্রদেশ কার্যকর্তা ডঃ রঞ্জন বন্দ্যোপাধ্যায় এই প্রতিবেদককে বলেন, “আমি, সাংসদ জগন্নাথ সরকার, ছাত্র প্রতিনিধি সুরজিত বর্মন ও মঠ সমন্বয় সমিতির একজন সদস্য আজ হিন্দুদের আক্রান্ত হওয়া নিয়ে নাকাশিপাড়া থানায় বৈঠকে যাচ্ছিলাম। পথে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ আমাদের আটক করে রাখে। আমরা জেলাশাসকের কাছে অভিযোগ দায়ের করি। রাজ্যপালকে বিষয়টি জানাই এবং বুধবার হাইকোর্টের কাছে বিচার চাইব।
রঞ্জনবাবু জানান, “রবিবার নাকাশিপাড়ায় ৩৪ জাতীয় সড়ক অবরোধ করে হাজার হাজার মুসলিম মিছিল করে। রাস্তার পাশে সমস্ত হিন্দুদের দোকান ও বাড়িতে লুঠপাট ও ভাঙ্গচুর চালায়। ১৪৪ ধারা থাকা সত্বেও পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে। দু’জন হিন্দু মার খায়। পর দিন হিন্দুরা বিক্ষোভ শুরু করলে পুলিশ নাবালক সহ ৯ জন হিন্দুকে গ্রেফতার করে।মহিলাদের গায়েও হাত দেয়। এই বিষয়ে খোঁজখবর করতে সাংসদ-সহ আমরা মঙ্গলবার নাকাশিপাড়া থানায় যাচ্ছিলাম।”

