সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৩ জানুয়ারি: জেলা নির্বাচন আধিকারিক তথা জেলাশাসকের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে বিফল হয়ে ফিরে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন জেলা বিজেপি নেতৃত্ব। আজ সকালে এই ঘটনায় জেলা শাসকের দপ্তরের সামনে ক্ষোভে ফেটে পড়েন বিজেপি প্রতিনিধি দল। জেলা শাসকের দপ্তরের সামনে ধিক্কার জানিয়ে শ্লোগানও দেন তারা।
এসআইআর ও ভুয়ো ভোটারদের নাম বাদ দেওয়ার বিষয়ে আজ সকালে প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার ও বাঁকুড়া সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এক প্রতিনিধি দল জেলা শাসক তথা জেলা নির্বাচন আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করতে যান। মূলত এসআইআর ও ভুয়ো ভোটারদের নাম বাদ সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য তারা জেলা শাসকের সাক্ষাৎ প্রার্থী হন। নিয়মমতো আগাম জানিয়ে তারা জেলা শাসকের দপ্তরে পৌঁছান।প্রতিনিধি দলে জেলার চার বিধায়ক নিলাদ্রী দানা, অমর শাখা, সত্য নারায়ণ মুখোপাধ্যায়, দিবাকর ঘরামী ছাড়াও জেলা নেতৃত্ব যোগ দেন। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরেও জেলাশাসকের সাক্ষাৎ না মেলায় তারা ক্ষুব্ধ হয়ে ফিরে আসেন। জেলার নির্বাচিত জনপ্রতিনিধিদের এভাবে উপেক্ষা করায় তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন ও জেলাশাসকের এই ভূমিকায় নিন্দা প্রকাশ করেন।
বাঁকুড়া সদর কেন্দ্রের বিধায়ক নিলাদ্রী দানা বলেন, প্রশাসন এখন তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে, জেলা শাসকের আচরণ তারই নমুনা। এর আগেও তার সাথে একই আচরণ করেছেন বলে অভিযোগ করেন তিনি।
উল্লেখ্য, এসআইআর যাচাইয়ের পর জেলায় বাইশ হাজারের অধিক ভোটারের নাম বাদ গেছে। গতকাল বিবেক যাত্রা শেষে আয়োজিত এক সভায় সাংসদ সৌমিত্র খাঁ অভিযোগ করেন, এসআইআর- এ নাম বাদ যাওয়া ভুয়ো ভোটারদের নাম দেওয়া হচ্ছে না।

