আমাদের ভারত, ব্যারাকপুর, ৫ আগস্ট: সরকারি জমি দখল মুক্ত করার নির্দেশ দিয়েছেন মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মত রাজ্যের বিভিন্ন জায়গার মত ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে চলছে সরকারি জমি দখল মুক্ত করার জন্য উচ্ছেদ অভিযান। ইতিমধ্যেই ব্যারাকপুর পৌর এলাকায় সরকারি জমিতে গড়ে ওঠা অবৈধ নির্মাণ, দোকানপাট পুলিশ প্রশাসনের সহযোগিতায় ভেঙ্গে দিয়েছে পৌর কর্তৃপক্ষ। তেমন ভাবেই ব্যারাকপুরে পুলিশ কমিশনারেটের দপ্তরের বাইরে সরকারি জমিতে অবৈধ ভাবে থাকা দোকান বুলডোজার দিয়ে ভেঙ্গে দিয়েছে পৌর কর্তৃপক্ষ কিন্তু অদ্ভুত ভাবে তৃণমূলের দলীয় কার্যালয় টি এখনো ওই সরকারি জমি ওপর অক্ষত অবস্থায় রয়েছে। সেই নিয়ে এবার ব্যারাকপুরের বিজেপি নেতৃত্ব অভিযোগ আনলো পক্ষপতিত্বের।
এদিন ব্যারাকপুর বিজেপি জেলা সংগঠনের সভাপতি মনোজ ব্যানার্জি দাবি করেন, “গরিব মানুষদের কোনও পুনর্বাসন না দিয়ে সরকারি জমি থেকে তুলে দেওয়া হচ্ছে। অনেক ক্ষেত্রেই মানুষ সরকারি নির্দেশ মেনেও নিচ্ছেন। কিন্তু অদ্ভুতভাবে ব্যারাকপুর চিড়িয়ামোরে বিধায়ক রাজ চক্রবর্তীর প্ল্যাকার্ড লাগালো তৃণমূলের দলীয় কার্যালয়টি এখনো অক্ষত রয়েছে, আমরা এই দ্বিচারিতা বিরুদ্ধে প্রতিবাদ জানাবো।”
অপর দিকে এই এলাকায় যাদের দোকান ছিল তারাও ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের এখানে যত দোকান ছিল তাদের নোটিস দিয়ে সরিয়ে দিতে বলা হয়েছিল আর যারা সরায়নি তাদের সব ভেঙ্গে দিয়েছে পুলিশ। অথচ এই দোকানগুলির সাথে থাকা তৃণমূলের পার্টি অফিস ভাঙ্গা হয়নি। আমরা বলতে চেয়েছিলাম কিন্তু কোনও লাভ হয়নি। এখন এই পুজোর আগে যে কি করবো জানি না। এব্যাপারে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, পার্টি অফিসটি খুব দ্রুত সরিয়ে নেওয়া হবে।