আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১১ জানুয়ারি: নন্দীগ্রামে আবারো জয়জয়কার বিজেপির। নন্দীগ্রামে সমবায় ভোটে জয়ের ধারা অব্যাহত বিজেপির। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম, সেই নন্দীগ্রাম বিধানসভা এলাকায় গোকুলনগর সমবায় কৃষি উন্নয়ন পরিচালন সমিতির নির্বাচন হয়। আর যেখানে বেশিরভাগ আসনে জয়লাভ করল বিজেপি সমর্থিত প্রার্থীরা।

গোকুলনগর সমবায় কৃষি উন্নয়ন সমিতির মোট আসন সংখ্যা ১২টি। বিজেপি প্রার্থী দেয় ১২টি আসনে এবং তৃণমূলও প্রার্থী দেয় ১২টি আসনে। সকাল থেকেই কড়া পুলিশি পাহাড়ায় নির্বাচন হয়। নির্বাচন শেষে ভোট গণনার পর দেখা যায় বিজেপি সমর্থকরা ৯টি আসনে জয়লাভ করেছে। এবং তৃণমূল কংগ্রেস মাত্র ৩টি আসনে জয়লাভ করতে পেরেছে। রাজনৈতিক মহলের ধারণা ২৬- এর বিধানসভা ভোটের আগে এই জয় বিজেপিকে কিছুটা এগিয়ে গেল বলে মনে হয়।


