আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৬ নভেম্বর: ঝাড়গ্রাম জেলার মন্ডল কমিটিগুলিতে নেতৃত্বের রদবদল করল বিজেপি। জেলার আঠারোটি মণ্ডল কমিটির মধ্যে চৌদ্দটি মণ্ডল কমিটির সভাপতি বদল করা হয়েছে। শুধুমাত্র বেলপাহাড়ি, লালগড়, লোধাশুলি ও গোপীবল্লভপুর মণ্ডল কমিটির সভাপতিদের পুনর্বহাল করা হয়েছে। মঙ্গলবার বিজেপির ঝাড়গ্রাম জেলা কার্যালয়ে এক সভায় দলের জেলা নেতৃত্ব আঠারো জন মন্ডল সভাপতির নাম ঘোষণা করেন।
দলের জেলা সভাপতি সুখময় সৎপথি জানান, যে চৌদ্দজন মন্ডল সভাপতিকে সরানো হল দল তাদের বিভিন্ন কাজের দায়িত্ব দেওয়া হবে। তিনি এক প্রশ্নের উত্তরে জানান, এতদিন যারা মণ্ডল কমিটির দায়িত্বে ছিলেন তারা সাংগঠনিকভাবে ভালো কাজ করেছেন। তাই জেলায় পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনে দলের ভালো ফল হয়েছে। তবে ভারতীয় জনতা পার্টির কোনো পদ কারো জন্য স্থায়ী নয়। ঊর্ধ্বতন নেতৃত্ব যে সিদ্ধান্ত নেবেন তা নিচুতলার সবাইকে মেনে চলতে হবে। তাই দীর্ঘদিন ধরে মণ্ডল কমিটির দায়িত্বে থাকা সভাপতিদের চৌদ্দজনকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।