সিএএ নিয়ে টানা প্রচারে রাজ্যে আসছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা, জানালেন দিলীপ ঘোষ

নীল বনিক, আমাদের ভারত, ৩০ ডিসেম্বর: সিএএ নিয়ে বিরোধীদের প্রচারের জবাব দিতে এবার রাজ্যে আসছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। রাজ্যেজুড়ে টানা প্রচার করবেন তাঁরা। আজ একথা জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

সিএএ নিয়ে রাজ্যে বিরোধীদের লাগাতার প্রচারে একপ্রকার কোনঠাসা বিজেপি। এর মোকাবিলায় সেভাবে নামতে পারেননি বিজেপির রাজ্য নেতারা। এই অবস্থায় কেন্দ্রীয় নেতাদের এনে প্রচারে নামছে তারা। দিলীপ ঘোষ বলেন, পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় নেতাদের আসা শুরু হয়েছে। আমরাও সংশোধিত নাগরিকত্ব বিলের সমর্থনে প্রচার শুরু করেছি। এবার কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে রাজ্যে প্রচার শুরু হবে বলে জানান বিজেপির রাজ্য সভাপতি। সারাদেশে সিএএ আইন নিয়ে বিজেপি নেতারা তিনকোটি মানুষের কাছে যাবেন। সোমবার আইসিসিআর- এ দলের বৈঠকে যোগদান করে এইকথা বলেন দিলীপ ঘোষ।

পশ্চিমবঙ্গকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গে সিএএ আইন নিয়ে বিজেপি এককোটি মানুষের কাছে যাবে বলে জানান তিনি। পাশাপাশি সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধীতা করে মমতার পুরুলিয়ার মিছিলকে কটাক্ষ করেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন উনি পথেই থাকবে। তাছাড়া ওঁনার আর কিছু করার নেই। মানুষ মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে বিরক্ত। তাই বাধ্যহয়ে ওঁনাকে জনমত গঠন করতে রাস্তায় নামতে হচ্ছে বলে জানান দিলীপ ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *