সাথী দাস, পুরুলিয়া, ১৮ সেপ্টেম্বর: কন্টেইনমেন্ট জোনের দুঃস্থ পরিবারে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭০ তম জন্ম দিন উপলক্ষ্যে ‘সেবা সপ্তাহ’ পালন করল পুরুলিয়া শহর মন্ডল। বিজেপি শহর মন্ডলের পক্ষ থেকে আজ স্থানীয় পুর এলাকায় সদস্যরা এই কাজে সক্রিয়তা দেখান। প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করে কন্টেইনমেন্ট জোনে পৌঁছে যান। তাঁদের সঙ্গে ছিল খাদ্য সামগ্রী ছাড়াও মাস্ক ও অন্যান্য জিনিস। বিভিন্ন বস্তি এলাকায় দুঃস্থদের বাড়িতে সেই সব সামগ্রী ছাড়াও তাঁদের মনোবল বাড়ানোর উদ্যোগ নেন।
এই বিষয়ে বিজেপির পুরুলিয়া শহর মন্ডলের অন্যতম সভাপতি সত্যজিৎ অধিকারী বলেন, “গতকাল আমরা রক্তদান শিবির করেছিলাম। আজ আমরা পুরুলিয়া শহরের কন্টেইনমেন্ট জোনে অত্যন্ত গরিব যাঁরা তাঁদের বাড়িতে আমরা খাদ্য সামগ্রী দিলাম।”
এছাড়া আজ হাটতলা মোড়ে বিজেপি টিচার সেলের পক্ষ থেকে স্যানিটাইজার ও মাক্স বিতরণ করা হয়।