বীরভূমে বিজেপি প্রার্থীর বাড়িতে দুষ্কৃতী হানা, ভাঙ্গচুর, গুলি করে খুনের হুমকি

আশিস মণ্ডল, রামপুরহাট, ১১ ফেব্রুয়ারি: বিজেপির প্রতীকে মনোনয়নপত্র জমা দেওয়ায় ভাঙ্গচুর করা হল প্রার্থীর বাড়ি। বাদ যায়নি তাঁর ভাইয়ের বাড়িও। যদিও রাত থেকে সকাল পর্যন্ত পুলিশের দেখা মেলেনি বলে অভিযোগ।

আরও পড়ুন

পুরুলিয়ায় মোটা টাকায় রাতারাতি প্রার্থী বদলের অভিযোগে সরব খোদ তৃণমূল নেতা

ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে। ওই ওয়ার্ডের বিজেপি প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন দীনেশ মণ্ডল। তার পাশেই ৯ নম্বর ওয়ার্ডে থাকেন দাদা তাপস মণ্ডল। দীনেশবাবু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের ভয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকেই শহর ছাড়া। আতঙ্কে রয়েছে পরিবার। এরই মধ্যে বৃহস্পতিবার রাতে একটি চার চাকা গাড়িতে চড়ে কয়েকজন দুষ্কৃতী প্রথমে দীনেশের বাড়িতে হামলা চালায়। এরপর দাদা তাপস মণ্ডলের বাড়ি ভাঙ্গচুর করে।

দীনেশের স্ত্রী ইতি মণ্ডল বলেন, “আতঙ্কে আমরা সন্ধ্যা থেকেই বাড়ির দরজা বন্ধ রাখি। রাত সাড়ে ১০ টা থেকে ১১ টার মধ্যে কয়েকজন দুষ্কৃতী প্রথমেই অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে। এরপর পাথর, ইট দিয়ে বাড়ির সমস্ত জানালার কাচ ভেঙ্গ দেয়। গেটে লাথি মারে ভেঙ্গে ভিতরে ঢোকার চেষ্টা করে। কিন্তু পড়ার লোকজন বেরিয়ে আসায় দুষ্কৃতীরা পালিয়ে যায়। যাওয়ার আগে শাসিয়ে যায় মনোনয়নপত্র তোলা না হলে গুলি করে মেরে দেওয়া হবে। আমার ভাগ্নি পুলিশকে ফোন করেছিল। কিন্তু পুলিশ আসেনি।”

তাপসবাবু বলেন, “আমি পাশের ৯ নম্বর ওয়ার্ডে বসবাস করি। দুষ্কৃতীরা আমার বাড়ির কাঁচও ভেঙ্গে দেয়। প্রত্যেকের মুখ কাপড়ে দিয়ে বাঁধা ছিল। বার বার ওরা খুনের হুমকি দিচ্ছিল। সারা রাত আতঙ্কে ঘুম নেই। পুলিশ আসেনি। এরাজ্যে বিরোধীরা কি ভোটে দাঁড়াতে পারবে না?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *