বিভিন্ন অঞ্চলে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে সমস্যায় বিজেপি প্রার্থীরা

আমাদের ভারত, ৯ জুন: বাঁকুড়ার রাণিবাঁধ থেকে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর— বিভিন্ন অঞ্চলে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে শুক্রবার সমস্যায় পড়েন বিজেপি প্রার্থীরা। দলের রাজ্য দফতরের হোয়াটসঅ্যাপ গ্রুপে এ কথা জানানো হয়েছে।

অভিযোগ, তুফানগঞ্জ ১ নং ব্লক ভিডিও অফিসে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের যে মনোনয়নপত্র সময় মত দেওয়ার কথা, দুপুর পর্যন্ত পাওয়া যায়নি। একটি ভিডিওতে এ নিয়ে দুপক্ষের মধ্যে প্রবল কথা কাটাকাটি হতেও দেখা যায়।

পূর্ব ঘোষণা মত বিজেপি প্রার্থীরা রানীবাঁধে মনোনয়ন জমা দিতে যান। কিন্তু তাঁরা দেখেন বেলা ১ টা’য়-ও টেবিল ফাঁকা। অফিসে কোনও অফিসার নেই। পরে জানানো হয় বিডিও অফিস থেকে, শুক্রবার মনোনয়ন পত্র জমা নেওয়া সম্ভব নয়। বিজেপি প্রতীক্ষা করলেও সম্পূর্ণরূপে অসহযোগিতা করা হয় বলে অভিযোগ। বিজেপি-র তরফে এই অভিযোগের সঙ্গে ফাঁকা মনোনয়ন কেন্দ্রর ছবিও প্রচারমাধ্যমের কাছে দাখিল করা হয়েছে।

অপর একটি অভিযোগে পাঁচটি সংশ্লিষ্ট ভিডিও-সহ জানানো হয়েছে, রাজ্য নির্বাচন কমিশন ঘোষণা করেছে আজ দুপুর ১১ টা থেকে মনোনয়ন পত্র জমা নেওয়া হবে। কিন্তু সকাল থেকে বিজেপি প্রার্থীরা বিডিও অফিসে যান। এগারোটার পর তাঁরা ডিসিআর কাটতে আর মনোনয়নপত্র তুলতে যান। কিন্তু বিডিও-র তরফ থেকে কোনও রকম ব্যবস্থা করা হয়নি। সরকারের তরফে এই অসহযোগিতা নিয়ে তীব্র প্রতিবাদ জানান বিজেপি প্রার্থী এবং কার্যকর্তারা।“

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *