সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১২ জুলাই: পঞ্চায়েত ভোটের ফলাফল ঘোষণা হতে না হতেই বিজেপির টিকিটে জয়ী প্রার্থী যোগ দিলেন তৃণমূলে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমার অযোধ্যায়। অযোধ্যা গ্ৰাম পঞ্চায়েতের ৪৯নং আসনে বিজেপি প্রার্থী সালমা মুর্মু আজ সকালে তৃণমূলে যোগদান করেন। বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক তন্ময় ঘোষের হাত ধরে তিনি তৃণমূলে যোগ দেন।
১২ আসনের অযোধ্যা গ্ৰাম পঞ্চায়েতে তৃণমূল ৬টি, বিজেপি ৫টি আসন পায়, একটি আসনে নির্দল প্রার্থী জয়ী হয়। যার ফলে ত্রিশঙ্কু হয়ে যায় এই পঞ্চায়েতটি। এরপরই সলমা মুর্মু তৃণমূলে যোগ দেওয়ায় পঞ্চায়েত তৃণমূলের দখলে চলে গেল। ভয় দেখিয়ে তাদের প্রার্থীকে তণমূলে যোগ দিতে বাধ্য করা হয় বলে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
অপরদিকে বিজেপির অভিযোগ অস্বীকার করে তৃণমূল বিধায়ক তন্ময় ঘোষ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যজুড়ে উন্নয়নে সামিল হতেই সলমা মুর্মু তৃণমূলে যোগদান করেন।

