একাধিক চমক বিজেপির প্রার্থী তালিকায় ! রয়েছে সেলিব্রিটি, পোড় খাওয়া নেতা, তৃণমূল ত্যাগীরাও

আমাদের ভারত, ১৮ মার্চ: আগেই জানা গিয়েছিল বিজেপির প্রার্থী তালিকা আজ ঘোষণার সম্ভাবনা রয়েছে। সেইমতো আজ দিল্লি থেকে ঘোষণা হল রাজ্য বিধানসভা নির্বাচনের বাকি পর্বগুলোর দলীয় প্রার্থীদের নামের তালিকা। এই তালিকায় রয়েছে একাধিক চমক। প্রার্থী তালিকা যথেষ্ট হাইভোল্টেজ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ তৃণমূল ছেড়ে আসা একাধিক নেতাকে প্রার্থী করেছে বিজেপি। ঠিক তেমনি পার্নো মিত্র, রুদ্রনীল ঘোষের মতো সেলিব্রিটিকেও প্রার্থী করা হয়েছে। একই সঙ্গে বেশ কিছু বিজেপির পোড় খাওয়া বিজেপি নেতারাও প্রার্থী হয়েছেন।

গতকাল দিল্লিতে গভীর রাত পর্যন্ত বিজেপির নির্বাচনী কমিটির বৈঠক হয়। বৈঠক শেষে কলকাতায় ফেরেন দিলীপ ঘোষ, মুকুল রায়, রাহুল সিনহা রাজু বন্দ্যোপাধ্যায়রা। তাঁরা জানান চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলের সংসদীয় কমিটি

দীর্ঘ ২০ বছর পর আবার নির্বাচনের ময়দানে নামছেন মুকুল রায়। বিজেপির প্রার্থী হচ্ছেন কৃষ্ণনগর উত্তর থেকে। তবে বিশ্লেষকরা বলছেন তাঁকে সেফ কেন্দ্রেই রাখা হয়েছে। কারণ ২০১৯- এর নির্বাচনে এই কেন্দ্রে বিজেপি বিপুল ভোটে জিতেছিল। এই কেন্দ্রে অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়কে দাঁড় করিয়েছে তৃণমূল।

অন্যদিকে যে ভবানীপুর ছেড়ে এবার নন্দীগ্রামে প্রার্থী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে অভিনেতা রুদ্রনীল ঘোষকে এবার প্রার্থী করেছে বিজেপি। সম্প্রতি তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন তিনি।

তৃণমূল ছেড়ে আসা সব্যসাচী দত্তকেও প্রার্থী করেছে বিজেপি। তাঁকে দেওয়া হয়েছে বিধান নগর কেন্দ্র। মুকুল রায়ের ছেলে শুভ্রাংশুকে দাঁড় করানো হয়েছে বিজপুর কেন্দ্রেই। তৃণমূল ত্যাগ করা জিতেন্দ্র তিওয়ারি প্রার্থী হচ্ছেন পাণ্ডবেশ্বর থেকে। প্রত্যাশা মতো ভাটপাড়ায় অর্জুন পুত্র পবন সিং প্রার্থী হচ্ছেন। সাগর দিঘিতে সিপিআইএম ছেড়ে আসা এখন বিজেপি সংখ্যালঘু নেত্রী মাহফুজা খাতুন প্রার্থী হচ্ছেন।

এদিকে বরানগর থেকে প্রার্থী হচ্ছেন অভিনেত্রী পার্নো মিত্র। আসানসোল থেকে প্রার্থী হচ্ছেন ফ্যাশন জগতের অন্যতমা তথা রাজ্য বিজেপির মহিলা নেত্রী অগ্নিমিত্রা পাল। প্রাক্তন ফুটবলার কল্যাণ চৌবে প্রার্থী হচ্ছেন মানিকতলায়।

রাজ্যের পোড় খাওয়া বিজেপি নেতাদের মধ্যে রাজারহাট গোপালপুর কেন্দ্রের প্রার্থী শমীক ভট্টাচার্য। রাহুল সিনহা প্রার্থী হচ্ছেন হাবড়া থেকে। জোড়াসাঁকোর প্রার্থী মীনা দেবী পুরোহিত। ইনি আশির দশক থেকে একনিষ্ঠ বিজেপি নেত্রী। কাউন্সিলরও ছিলেন। নৈহাটিতে ফাল্গুনি পাত্র। কামারহাটি থেকে প্রার্থী হচ্ছেন রাজু বন্দ্যোপাধ্যায়।

দলের অন্যতম সাংসদ জগন্নাথ সরকার শান্তিপুর থেকে প্রার্থী করা হয়েছে। তিনি রানাঘাটের সাংসদ।

আসানসোল উত্তরে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। ইংলিশ বাজারে শ্রীরূপা মিত্র চৌধুরী। দুর্গাপুর পূর্বে দীপাংশু চৌধুরী। দুর্গাপুর পশ্চিমে লক্ষ্মণ ঘড়ুই।

একনজরে দেখে নিন বিজেপির প্রার্থী তালিকা—

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *