জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: শুক্রবার রাতে খড়ার পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী ফাল্গুনী মিশ্রকে নগদ ৭০ হাজার ৮০০ টাকা সহ আটক করেছে ঘাটাল থানার পুলিশ। ওই বিজেপি প্রার্থী নির্বাচনী বিধি ভঙ্গ করায় আইন অনুযায়ী তাঁকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হলেও বিশেষ আইনে সেই মুহূর্তেই পুলিশ তাঁকে জামিনও দিয়ে দেয়। তবে আদালতে এই মামলা চলবে বলে ঘাটাল পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
সূত্রের খবর, ২৫ ফেব্রুয়ারি শুক্রবার রাত ১১ টা নাগাদ ওই পরিমাণ নগদ টাকা সহ পুলিশ চেকিংয়ে ধরা পড়েন খড়ার পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী ফাল্গুনী মিশ্র। ৮ নম্বর ওয়ার্ডেরই একটি রাস্তা বরাবর বাইক নিয়ে যাচ্ছিলেন তিনি। সেই সময় তাঁকে আটকান টহলরত পুলিশ। তাঁর মোটর বাইকের ডিকি থেকে নগদ ৭০ হাজার ৫০০ টাকা বের হয়। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী যে সমস্ত এলাকায় ভোট হচ্ছে সেখানে একসাথে নগদ ৫০ হাজার টাকার বেশি বহন করতে গেলে কিসের জন্য বহন করা হচ্ছে তার যথাযত নথি কাছে রাখতে হবে তা না হলে পুলিশ সেই টাকা আটক করতে পারে। গতকাল রাতে বিজেপি প্রার্থী ওই টাকা কোন উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন, কোথা থেকে সেই টাকা পেলেন তার সম্পূর্ণ তথ্য জানতে ওই টাকা আটক করেছে পুলিশ।
এই নিয়ে বিজেপি প্রার্থীকে গ্রেপ্তারের দাবিতে তৃণমূল কর্মীরা দলীয় পতাকা ছাড়াই এলাকায় খড়ার পুলের কাছে ঘন্টাখানেক রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধ তুলে দেয়।
বিজেপি প্রার্থী ফাল্গুনী মিশ্র বলেন, তিনি খড়ার পুরসভার নির্বাচনী কনভেনার হিসেবে দলের কাছ থেকে পাওয়া ওই টাকা নির্বাচনী খরচের জন্য নিয়ে যাচ্ছিলেন। এ ছাড়া অন্য কোনও উদ্দেশ্য নেই।
এই নিয়ে তৃণমূলের ঘাটাল ব্লক সভাপতি দিলীপ মাজি বলেন, পুর নির্বাচনে ভোটারদের প্রভাবিত করতেই মধ্যরাতে টাকা নিয়ে যাচ্ছিলেন ওই বিজেপি প্রার্থী।