আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৪ এপ্রিল: ৫২ বছরের প্রাচীন গারুলিয়া মুঙ্গের পাড়ার চন্দ্রাদেবী প্রাথমিক বিদ্যালয়। বৃহস্পতিবার স্কুলের ভূমি পূজা অনুষ্ঠিত হল। উক্ত অনুষ্ঠানে হাজির ছিলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং।
এই স্কুলের পরিকাঠামোর উন্নয়নে সর্বদা পাশে থাকার আশ্বাস দিলেন তিনি। পিছিয়ে পড়া পড়ুয়াদের কারিগরি প্রশিক্ষনের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের তরফে আর্থিক সহযোগিতার ব্যবস্থাও করে দেবার কথা বললেন বিজেপি প্রার্থী। উক্ত অনুষ্ঠানে হাজির ছিলেন ব্যারাকপুর জেলার সম্পাদক কুন্দন সিং, গারুলিয়া-১ মন্ডল সভাপতি সুদীপ ব্যানার্জি।