পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৯ এপ্রিল: দিলীপ ঘোষের স্টাইলে এবার রেল শহর খড়্গপুরে প্রচার চালালেন বিজেপির মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অগ্নিমিত্রা পাল। এক কর্মীর বুলেট বাইকে চেপে ঘুরলেন খড়্গপুর শহর। খড়্গপুর শহরের একাধিক মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি চা চক্র এবং জনসংযোগ করলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। খড়্গপুরে থাকাকালীন একাধিকবার বুলেট বাইকে চেপে খড়্গপুর শহর ঘুরেছেন বিদায়ী সাংসদ দিলীপ ঘোষ। তবে সপ্তাহের প্রথম দিন রেল শহর খড়্গপুরে কর্মী সমর্থকদের নিয়ে বুলেটে ঘুরলেন অগ্নিমিত্রা পাল।
লোকসভা নির্বাচনে অগ্নিমিত্রা পালকে দিলীপ ঘোষের জায়গায় প্রার্থী করেছে গেরুয়া দল। লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় প্রচারের পাশাপাশি সোমবার সকাল থেকে রেল শহর খড়্গপুরে প্রচার চালালেন এই বিজোপি প্রার্থী। এদিন খড়্গপুর পৌর এলাকার ৩১ নম্বর ওয়ার্ডে আইমাতে চা চক্র ও জনসংযোগে যোগ দেন তিনি। এরপর এক কর্মীর বাইকে চেপে আইআইটি ফ্লাইওভার দিয়ে খড়গপুর শহর ঘোরেন। এরপর সারাদিন খড়্গপুর শহরের বিভিন্ন অলিতে গলিতে প্রচার করেন তিনি।
১৭ নম্বর ওয়ার্ড এলাকায় সোলাপুরি মাতার মন্দিরে পুজো দিয়ে ওয়ার্ডে প্রচার ও জনসংযোগ করলেন অগ্নিমিত্রা পাল। এরপর ২৬ ও ২১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ করেন বিজেপি প্রার্থী। দিলীপ ঘোষের খাসতালুক হিসেবেই পরিচিত রেল শহর খড়্গপুর। সপ্তাহের একাধিক দিন সকাল থেকে প্রাতঃভ্রমণ, চা চক্র এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলতেন দিলীপ ঘোষ।
তবে এবার দিলীপ ঘোষের স্টাইলে রেল শহর খড়্গপুরে প্রচার করলেন বিজেপি মনোনীত প্রার্থী অগ্নিমিত্রা পাল। স্বাভাবিকভাবেই লোকসভা নির্বাচনে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে কঠিন চ্যালেঞ্জ অগ্নিমিত্রা পাল ও জুন মালিয়ার। শেষ হাসি কে হাসে তা সময়ই বলবে।